খাগড়াছড়ি প্রতিনিধি
এপ্রিল ৩০, ২০২৪, ০৯:৩৯ এএম
খাগড়াছড়ি প্রতিনিধি
এপ্রিল ৩০, ২০২৪, ০৯:৩৯ এএম
খাগড়াছড়ি জেলার রামগড় সদর ইউনিয়নে কৃষি জমির উপরিভাগের মাটি (টপ সয়েল) কাটার অপরাধে মো. আব্দুল্লাহ আল মামুন নামের এক ব্যক্তিকে ৪ লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
সোমবার বিকেলে উপজেলার রামগড় সদর ইউনিয়নের রুপাইছড়ি এলাকায় কৃষি জমি থেকে কৃষি জমির উপরিভাগের মাটি (টপ সয়েল) কাঁটার অপরাধে রামগড় উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মমতা আফরিন এ অভিযান পরিচালনা করেন।
অভিযান পরিচালনাকালে রামগড় থানার উপ-পরির্দশক (এসআই) মো. ফারুক সহ সঙ্গীয় পুলিশ ফোর্স, প্রশাসনিক কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
রামগড় উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মমতা আফরিন বলেন, কৃষি জমির উপরিভাগের মাটি (টপ সয়েল) কাটার অপরাধে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ অনুযায়ী এক ব্যক্তিকে ৪ লাখ টাকা জরিমানা করা হয়। জনস্বার্থে আমাদের এ অভিযান অব্যাহত থাকবে।
ইএইচ