Amar Sangbad
ঢাকা শনিবার, ২৮ ডিসেম্বর, ২০২৪,

দুই মাদক সেবীকে ভ্রাম্যমাণ আদালতে কারাদণ্ড

অভয়নগর (যশোর) প্রতিনিধি

অভয়নগর (যশোর) প্রতিনিধি

এপ্রিল ৩০, ২০২৪, ১১:৩৭ এএম


দুই মাদক সেবীকে ভ্রাম্যমাণ আদালতে কারাদণ্ড

যশোরের অভয়নগরে দুই মাদক সেবীকে পাঁচ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ৫০ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

সোমবার সকালে উপজেলার চেঙ্গুটিয়া বাজারে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ এ অভিযান চালানো হয়।

দণ্ডপ্রাপ্তরা হলেন, উপজেলার চেঙ্গুটিয়া বাজারে চাঁপাড়াতলা গ্রামের কৃষ্ণভূষণ দাসের ছেলে দুর্গা দাস (৬৭) ও একই গ্রামের আখির বিশ্বাসের ছেলে সিরাজুল ইসলাম (২২)।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন, উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. শামীম হোসাইন।

উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. শামীম হোসাইন বলেন, মাদক সেবনরত অবস্থায় দুই জনকে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে মাদক আইনের ৩৬ এর ৫ ধারায়, পাঁচ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও প্রত্যেকে ৫০ টাকা জরিমানা করে তা আদায় করা হয়।

ইএইচ

Link copied!