Amar Sangbad
ঢাকা সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪,

সালথায় দরিদ্র জেলেদের মাঝে ছাগল বিতরণ

সালথা (ফরিদপুর) প্রতিনিধি

সালথা (ফরিদপুর) প্রতিনিধি

এপ্রিল ৩০, ২০২৪, ১১:৫০ এএম


সালথায় দরিদ্র জেলেদের মাঝে ছাগল বিতরণ

ফরিদপুরের সালথায় ২০২৩-২৪ অর্থ বছরে দেশীয় প্রজাতির মাছ এবং শামুক সংরক্ষণ উন্নয়ন প্রকল্পের আওতায় দরিদ্র জেলে এবং মৎস্যজীবীদের বিকল্প কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে উপকরণ হিসেবে ছাগল বিতরণ করা হয়েছে।

সালথা উপজেলা মৎস্য অধিদপ্তরের বাস্তবায়নে মঙ্গলবার সকাল সাড়ে ৯টায় উপজেলা পরিষদের চত্বরে এই ছাগল বিতরণ করা হয়।

এ সময় বিভিন্ন ইউনিয়নের বাছাইকৃত ২০ জন জেলেকে ২টি করে মোট ৪০টি ছাগল, খোয়াড়, খাবার, ওষুধ ও ভ্যাকসিন প্রদান করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার মো. আনিছুর রহমান বালী, উপজেলা মৎস্য অফিসার শাহ মো. শাহারিয়ার জামান সাবু, উপজেলা প্রাণিসম্পদ সম্প্রসারণ কর্মকর্তা ডা. মো. নাহিদুল ইসলাম প্রমুখ। এছাড়াও বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

ইএইচ

Link copied!