Amar Sangbad
ঢাকা রবিবার, ১৯ জানুয়ারি, ২০২৫,

কাপাসিয়া উপজেলা পরিষদ নির্বাচন

প্রিজাইডিং অফিসারের সঙ্গে নির্বাচন কমিশনের মতবিনিময়

কাপাসিয়া (গাজীপুর) প্রতিনিধি

কাপাসিয়া (গাজীপুর) প্রতিনিধি

এপ্রিল ৩০, ২০২৪, ০১:৪২ পিএম


প্রিজাইডিং অফিসারের সঙ্গে নির্বাচন কমিশনের মতবিনিময়

৬ষ্ঠ উপজেলা পরিষদ সাধারণ নির্বাচন-২০২৪ উপলক্ষে গাজীপুরের কাপাসিয়া উপজেলা পরিষদ নির্বাচন ভোটগ্রহণকারী কর্মকর্তাদের সঙ্গে নির্বাচন কমিশনের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার বিকালে কাপাসিয়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের হল রুমে ভোটগ্রহণকারী কর্মকর্তা (প্রিজাইডিং অফিসার) নির্বাচন কমিশন সঙ্গে মতবিনিময় সভা হয়।

উপজেলা নির্বাহী অফিসার একেএম লুৎফর রহমানের সভাপতিত্বে মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন- গাজীপুর জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট আবুল ফাতে মোহাম্মদ সফিকুল ইসলাম।

বিশেষ অতিথি ছিলেন- গাজীপুর পুলিশ সুপার কাজী শফিকুল আলম, জেলা নির্বাচন অফিসার ও রিটার্নিং অফিসার এএইচএম কামারুল হাসান, অতিরিক্ত পুলিশ সুপার মো. আসাদুজ্জামান, উপজেলা সহকারী কমিশনার ভূমি রিফাত নুর মৌসুমী, কাপাসিয়া থানার অফিসার ইনচার্জ ওসি মো. আবুবকর মিয়া, উপজেলা নির্বাচন অফিসার ও সহকারী রিটার্নিং অফিসার মো. মাহাবুবুর রহমান।

অনুষ্ঠান পরিচালনা করেন উপজেলা পল্লী উন্নয়ন অফিসার দিলারা আক্তার মনি।

নির্বাচনে প্রিজাইডিং অফিসার ১১৯ জন, সহকারী প্রিজাইডিং অফিসার ৭৫১ জন, পোলিং অফিসার ১৫০২ জন, ভোটকেন্দ্র ১১৯টি, ভোট কক্ষ ৭৫১টি।

কাপাসিয়া উপজেলার মোট ভোটার সংখ্যা ৩১৫২০১। এর মধ্যে পুরুষ ভোটার ১৫৭৩৬২ জন ও নারী ভোটার ১৫৭৮৩৯ জন। ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচন প্রথম ধাপের ভোটগ্রহণ আগামী ৮ মে অনুষ্ঠিত হবে।

ইএইচ

Link copied!