Amar Sangbad
ঢাকা সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪,

কলাপাড়ায় অবৈধভাবে মাটি কাটার অভিযোগ

কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি

কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি

এপ্রিল ৩০, ২০২৪, ০৩:২৪ পিএম


কলাপাড়ায় অবৈধভাবে মাটি কাটার অভিযোগ

পটুয়াখালীর কলাপাড়ায় অবৈধভাবে বেকু দিয়ে মাটি কাটার অভিযোগ পাওয়া গেছে।

সোমবার রাতে উপজেলার চাকামইয়া ইউনিয়নের নিশানবাড়িয়া গ্রামে এ ঘটনাটি ঘটেছে।

স্থানীয় শহিদুল ইসলাম মৃধা ও কালাম মৃধা তাদের ২০/২৫ জনের একটি বাহিনী নিয়ে আদালতের আদেশ অমান্য করে এ কাজ করছে বলে অভিযোগ করেন ভুক্তভোগী রিয়াজ তালুকদার।

তিনি বলেন, বিরোধীয় জমি নিয়ে অভিযুক্ত শহিদুল ইসলাম ও কালাম মৃধারা কলাপাড়া সিনিয়র সহকারী জজ আদালতে একটি মামলা দায়ের করেন। ওই মামলায় তারা জমির মালিকানা প্রমাণ করতে ব্যর্থ হয়েছে বলে আদালত একটি আদেশ জারি করেন।

এরপর জালিয়াতির আশ্রয় নিয়ে জমির পরিমাণ ও দাগ ঘষামাজার মাধ্যমে ভূমি অফিসকে ভুল বুঝিয়ে নামজারি করে তাহাদের নামে রেকর্ড সংশোধন করে। পরে স্থানীয় ভূমি অফিসকে বিষয়টি অবহিত করলে ওই মিউটেশন কেসটি বাতিল করার প্রস্তাব করেন।

ভুক্তভোগী রিয়াজ তালুকদার আরও বলেন, বিষয় নিয়ে স্থানীয়ভাবে সালিশ মীমাংসা কথা থাকলেও অভিযুক্তরা তা অমান্য করে। তারা জোর জবরদস্তি করে ২টি বেকু মেশিন দিয়ে মাটি কেটে ওই জমির আকার ও শ্রেণি পরিবর্তন করার পাঁয়তারা চালায়। উপায়ান্তর না পেয়ে থানার হস্তক্ষেপ কামনা করেন বলে তিনি জানান।

এ বিষয়ে কলাপাড়া থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলি আহম্মেদ বলেন, উভয় পক্ষের সম্মতিক্রমে বিষয়টির সমাধান করা হয়েছে।

ইএইচ

Link copied!