Amar Sangbad
ঢাকা সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪,

নোয়াখালীতে সর্বজনীন পেনশন স্কিম বাস্তবায়ন সভা

নোয়াখালী প্রতিনিধি

নোয়াখালী প্রতিনিধি

এপ্রিল ৩০, ২০২৪, ০৪:১৫ পিএম


নোয়াখালীতে সর্বজনীন পেনশন স্কিম বাস্তবায়ন সভা

নোয়াখালী সদর উপজেলা পর্যায়ে সর্বজনীন পেনশন স্কিম মাঠ পার্যায়ে সুষ্ঠু ও সফলভাবে বাস্তবায়ন লক্ষ্যে বাস্তবায়ন ও সমন্বয় কমিটির অবহিতকরণ সভা এবং কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে এবং উপজেলা প্রশাসনের উদ্যোগে এ সমন্বয় সভা আয়োজন করা হয়।

বাস্তবায়ন ও সমন্বয় কমিটির সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা আখিনূর জাহান নীলা‍‍`র সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) মো. বায়োজীদ-বিন- আখন্দ।

এ সময় উপজেলা বাস্তবায়ন ও সমন্বয় কমিটির সদস্যরা, সুধারাম মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা প্রতিনিধিসহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, সচিব, এনজিওকর্মী, ব্যাংক কর্মকর্তা ও সাংবাদিকসহ বিভিন্ন পর্যায়ের লোকজন উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে উপজেলা পর্যায়ে সর্বজনীন পেনশন স্কিমের বিভিন্ন সুযোগ-সুবিধা নিয়ে আলোচনা করেন বক্তারা। এসময় সরকারের এই উদ্যোগকে সাধুবাদ জানান তারা।

ইএইচ

Link copied!