Amar Sangbad
ঢাকা রবিবার, ১৯ জানুয়ারি, ২০২৫,

ক্যান্সারের কাছে হেরে গেলেন কিশোরগঞ্জ জেলা যুবলীগের সাবেক সহ-সভাপতি

কিশোরগঞ্জ প্রতিনিধি:

কিশোরগঞ্জ প্রতিনিধি:

এপ্রিল ৩০, ২০২৪, ০৫:১৬ পিএম


ক্যান্সারের কাছে হেরে গেলেন কিশোরগঞ্জ জেলা যুবলীগের সাবেক সহ-সভাপতি

অবশেষে ক্যান্সারের কাছে হার মেনে দুনিয়া থেকে চলে গেলেন কিশোরগঞ্জ জেলা যুবলীগের সাবেক সহ-সভাপতি আব্দুল মতিন।

মঙ্গলবার দুপুর ২ টা ৪০ মিনিটে তিনি চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। আব্দুল মতিন জেলা শহরের কলাপাড়া এলাকার বাসিন্দা ছিলেন।

তিনি জেলা পরিষদের সাবেক সদস্য ও জেলা আওয়ামীলীগ নেতা সাজ্জাদুল ইসলামের বড় ভাই। তার মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে কিশোরগঞ্জের রাজনৈতিক অঙ্গনে।

মৃত্যুকালে তার বয়স হয়েছিল আনুমানিক ৬০ বছর। তিনি স্ত্রী-সন্তান, আত্মীয় স্বজনসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

বিআরইউ

Link copied!