Amar Sangbad
ঢাকা বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫,

চৌগাছায় বিদ্যুৎস্পৃষ্টে শিশুর মৃত্যু

চৌগাছা (যশোর) প্রতিনিধি:

চৌগাছা (যশোর) প্রতিনিধি:

এপ্রিল ৩০, ২০২৪, ০৮:৩৯ পিএম


চৌগাছায় বিদ্যুৎস্পৃষ্টে শিশুর মৃত্যু
ছবি: আমার সংবাদ

যশোরের চৌগাছায় রান্না ঘরের তারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জয়দেব কুমার (৫) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (৩০ এপ্রিল) বিকেলে উপজেলার পাশাপোল ইউনিয়নের বড়গোবিন্দপুর গ্রামের এ ঘটনা ঘটে। মৃত জয়দেব কুমার বড়গোবিন্দপুর গ্রামের বাদল কুমারের ছেলে।

নিহত জয়দেবের কাকা নিখিল কুমার জানান, মঙ্গলবার বিকেলে বাড়ির সবাই বিভিন্ন কাজে ব্যস্ত ছিলো। জয়দেব রান্না ঘরের ভিতর ঢুকে পড়ে। এ সময় সেখানে থাকা মাল্টিপ্লাগের তারে জড়িয়ে বিদ্যুৎ¯পৃষ্ট হয়। আমরা কিছু বুঝে ওঠার আগেই সে গুরুতর আহত হয়।

এ ব্যাপারে স্থানীয় ইউপি সদস্য আব্দুল মজিদ জানান শিশুটিকে উদ্ধার করে দেখি সে মৃত্যু বরণ করেছে।

চৌগাছা থানার ওসি ইকবাল বাহার চৌধুরী ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

বিআরইউ

Link copied!