Amar Sangbad
ঢাকা বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫,

আওয়ামী লীগ নেতাকে গুলি করে হত্যা

নিজস্ব প্রতিনিধি

নিজস্ব প্রতিনিধি

মে ১, ২০২৪, ১১:০২ এএম


আওয়ামী লীগ নেতাকে গুলি করে হত্যা

নাটোরের লালপুরে আওয়ামী লীগ নেতা মনজুরুল ইসলাম মঞ্জুকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা।

মঙ্গলবার রাত সাড়ে ১০টার দিকে উপজেলার গোপালপুর পৌরসভার আজিমনগর রেলস্টেশন এলাকার একটি দোকানের সামনে এ ঘটনা ঘটে।

নিহত মঞ্জু বাহাদিপুর গ্রামের মৃত আব্দুল মান্নানের ছেলে। তিনি গোপালপুর পৌর আ.লীগের সহ-সভাপতি ছিলেন।

লালপুর থানার কর্মকর্তা (ওসি) নাসিম আহমেদ জানান, কয়েকজন মুখোশধারী এই হামলা চালিয়েছে বলে জানতে পেরেছি। ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেপ্তারে পুলিশের কয়েকটি দল মাঠে কাজ শুরু করেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে রাজনৈতিক প্রতিহিংসার কারণে মঞ্জুর প্রতিপক্ষরা তাকে হত্যা করতে পারে।

ইএইচ

Link copied!