Amar Sangbad
ঢাকা সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪,

মধুপুরে মহান মে দিবস ও আন্তর্জাতিক শ্রমিক দিবস পালিত

মধুপুর (টাঙ্গাইল) প্রতিনিধি

মধুপুর (টাঙ্গাইল) প্রতিনিধি

মে ১, ২০২৪, ০৬:১২ পিএম


মধুপুরে মহান মে দিবস ও আন্তর্জাতিক শ্রমিক দিবস পালিত

‘দুনিয়ার মজদুর এক হও এক হও’ এ স্লোগানকে সামনে রেখে সারা দেশের ন্যায় টাঙ্গাইলের মধুপুরে নির্মাণ প্রকৌশলী শ্রমিক ইউনিয়ন মধুপুর শাখার আয়োজনে মহান মে দিবস ও আন্তর্জাতিক শ্রমিক দিবস-২০২৪ পালিত হয়েছে।

টাঙ্গাইল জেলা নির্মাণ প্রকৌশলী শ্রমিক ইউনিয়নের প্রধান আহ্বায়ক ময়েন উদ্দিনের নেতৃত্বে যথাযোগ্য মর্যাদায় দিবসটি পালন উপলক্ষে মধুপুর অডিটোরিয়ামের  সম্মুখ থেকে একটি শোক র‍্যালি বের হয়। 

র‍্যালিটি মধুপুর শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে কেন্দ্রীয় শহীদ স্মৃতি সৌধে পুষ্পস্তবক অর্পণ করে সকল শহীদদের রুহের মাগফেরাত কামনা করে মোনাজাত করা হয়।

এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মধুপুরের পৌর মেয়র আলহাজ্ব  সিদ্দিক হোসেন খান।

র‍্যালি শেষে মধুপুর নির্মাণ প্রকৌশলী শ্রমিক ইউনিয়নের অফিস প্রাঙ্গণে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সভায় বক্তব্য দেন- টাঙ্গাইল জেলা নির্মাণ প্রকৌশলী শ্রমিক ইউনিয়নের সাবেক সহ-সভাপতি খোকন সরকার, টাঙ্গাইল জেলা নির্মাণ প্রকৌশলী শ্রমিক ইউনিয়নের যুগ্ম সাধারণ সম্পাদক ইলিয়াস হোসেন, নির্মাণ প্রকৌশলী শ্রমিক ইউনিয়নের সদস্য মো. হাফিজ উদ্দিন, শ্রমিক নেতা মো. দুলাল, শ্রমিক নেতা আরিফুল ইসলামসহ অন্যান্য নেতৃবৃন্দ।

এ সময় সংগঠনের অন্যান্য নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।

ইএইচ

Link copied!