Amar Sangbad
ঢাকা সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪,

গোপালগঞ্জে হিট স্ট্রোকে প্রাণ গেল কৃষকের

নিজস্ব প্রতিনিধি

নিজস্ব প্রতিনিধি

মে ১, ২০২৪, ০৬:২৮ পিএম


গোপালগঞ্জে হিট স্ট্রোকে প্রাণ গেল কৃষকের

গোপালগঞ্জের মুকসুদপুরে প্রচণ্ড গরমের মধ্যে হিট স্ট্রোকে আক্রান্ত হয়ে কৃষকের মৃত্যু হয়েছে বলে জানা গেছে।

বুধবার দুপুরে মুকসুদপুর উপজেলা পশারগাতী মধ্যেপাড়া গ্রামে তিনি হিট স্ট্রোকে আক্রান্ত হন।

নিহত ইয়ার খানের (৫৫) বাড়ি পশারগাতী মধ্যেপাড়া গ্রামে।

স্থানীয়রা জানান, সকালে নিজ জমিতে পাট নিড়ানির কাজ করছিলেন ইয়ারা খান। এ সময় তীব্র গরমে জমিতেই অসুস্থ হয়ে পড়েন তিনি। পরে তাকে স্থানীয়রা উদ্ধার করে প্রথমে মুকসুদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

পশারগাতী ইউনিয়ন চেয়ারম্যান রহমান মীর চিকিৎসকের বরাত দিয়ে বলেন, ইয়ার খান প্রচণ্ড গরমে হিটস্ট্রোকে আক্রান্ত হন।

ইএইচ

Link copied!