Amar Sangbad
ঢাকা বৃহস্পতিবার, ২৩ জানুয়ারি, ২০২৫,

মধুপুরে অ্যাডভোকেট ইয়াকুব আলীর নির্বাচনি পথসভা

মধুপুর (টাঙ্গাইল) প্রতিনিধি

মধুপুর (টাঙ্গাইল) প্রতিনিধি

মে ২, ২০২৪, ১০:৩৪ এএম


মধুপুরে অ্যাডভোকেট ইয়াকুব আলীর নির্বাচনি পথসভা

টাঙ্গাইলের মধুপুরে উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী অ্যাডভোকেট মো. ইয়াকুব আলীর আনারস মার্কার নির্বাচনি পথসভা অনুষ্ঠিত হয়েছে।

মধুপুর পৌরসভার ৭নং ওয়ার্ডের শেওড়াতলা মসজিদ কমিটি ও এলাকাবাসীর আয়োজনে পুন্ডুরা শেওড়াতলা এলাকায় বুধবার রাতে এ নির্বাচনি পথসভায় সভাপতিত্ব করেন ব্যবসায়ী আব্দুল গণি।

জনসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- মধুপুরের পৌর মেয়র আলহাজ্ব মো. সিদ্দিক হোসেন খান।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি কাজী মোতালেব হোসেন, উপজেলা পরিষদ নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক মো. নাসির উদ্দিন খান, মধুপুর ডিগ্রি কলেজের সাবেক অধ্যাপক গোলাম ছামদানী, গোলাবাড়ী ইউনিয়ন নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক ব্যবসায়ী জুলহাস উদ্দিন, জাবের মাস্টার, ৮নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আব্দুল বারী বাবুল, ৭নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আব্দুল মান্নানসহ উপজেলা আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগসহ সকল অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।

নির্বাচনি সভায় বক্তারা অ্যাডভোকেট ইয়াকুব আলীকে আনারস প্রতীকে ভোট দিয়ে বিপুল ভোটের ব্যবধানে বিজয়ী করার আহ্বান করেন।

ইএইচ

Link copied!