Amar Sangbad
ঢাকা বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫,

অবশেষে নামলো স্বস্তির বৃষ্টি

আমার সংবাদ ডেস্ক

আমার সংবাদ ডেস্ক

মে ২, ২০২৪, ১১:০১ এএম


অবশেষে নামলো স্বস্তির বৃষ্টি

দীর্ঘ তাপদাহে পুড়তে থাকা চট্টগ্রামবাসী অবশেষে স্বস্তির বৃষ্টির দেখা পেয়েছেন। বুধবার মধ্যরাত থেকে থেমে থেকে বৃষ্টি হচ্ছে নগরীতে। রাত থেকেই শুরু হয় বাতাস, বিদ্যুৎ চমকানো আর বজ্রপাত।

স্থান ভেদে বুধবার রাত থেকে সকাল সাড়ে ৯টা পর্যন্ত বৃষ্টি হতে দেখা গেছে।

আবহাওয়া অধিদপ্তরের কর্তব্যরত আবহাওয়াবিদ আবদুল বারেক বলেন, চট্টগ্রামে বুধবার মধ্যরাত থেকে থেমে থেমে হালকা ও মাঝারি বৃষ্টিপাত হচ্ছে। এর মধ্যে কক্সবাজার অঞ্চলে বৃষ্টি হয়ে গেছে।

গত ২৪ ঘণ্টায় কক্সবাজারে ২ মিলিমিটার, টেকনাফে ৩ মিলিমিটার ও কুতুবদিয়ায় ১ মিলিমিটার বৃষ্টি হয়েছে। 

ইএইচ

Link copied!