Amar Sangbad
ঢাকা বৃহস্পতিবার, ১৯ ডিসেম্বর, ২০২৪,

ফটিকছড়িতে বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল স্কুল শিক্ষার্থীর

ফটিকছড়ি (চট্টগ্রাম) প্রতিনিধি

ফটিকছড়ি (চট্টগ্রাম) প্রতিনিধি

মে ২, ২০২৪, ১১:৩২ এএম


ফটিকছড়িতে বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল স্কুল শিক্ষার্থীর

চট্টগ্রামের ফটিকছড়িতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে সিমরান উদ্দিন (১৬) নামে দশম শ্রেণির এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।

বুধবার সন্ধ্যায় উপজেলার রোসাংগিরি ইউনিয়নে এ ঘটনা ঘটে।

নিহত শিক্ষার্থী ওই এলাকার আহাম্মদ ছাফা সারাং বাড়ির প্রবাসী মুহাম্মদ বেলাল উদ্দিনের পুত্র ও আজিমনগর রহমানিয়া উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী।

নিহতের পরিবার সূত্রে জানা গেছে, সিমরান বিকাল থেকে সন্ধ্যা পর্যন্ত মোটর পাইপের সাহায্যে নতুন পাকা ভবনের দেওয়ালে পানি দিচ্ছিল। এক পর্যায়ে বসতঘরের বিদ্যুৎ লাইনের সঙ্গে জড়িয়ে যায়। মুমূর্ষু অবস্থায় সেখান থেকে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

রোসাংগিরী ইউপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান আব্দু শুক্কুর ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, নির্মাণাধীন ঘরের দেওয়ালে পানি দেওয়ার সময় বিদ্যুতায়িত হন এ শিক্ষার্থী। এতে সঙ্গে সঙ্গে তার মৃত্য হয়। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

ইএইচ

Link copied!