Amar Sangbad
ঢাকা বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫,

রামগড়ে ইয়াবাসহ যুবক গ্রেপ্তার

খাগড়াছড়ি প্রতিনিধি

খাগড়াছড়ি প্রতিনিধি

মে ২, ২০২৪, ১১:৩৮ এএম


রামগড়ে ইয়াবাসহ যুবক গ্রেপ্তার

খাগড়াছড়ি জেলার রামগড় থানা পুলিশের বিশেষ অভিযানে ইয়াবা ট্যাবলেটসহ মো. মোমিন প্রকাশ বাদশা (২১) নামের মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ।

বুধবার জেলায় চলমান বিশেষ অভিযান এর অংশ হিসেবে রামগড় থানার একটি দল বিশেষ অভিযান পরিচালনা করার সময় গোপন সংবাদের ভিত্তিতে রাত ১২টার দিকে রামগড় থানাধীন ১নং রামগড় ইউপির ৫নং ওয়ার্ডের দক্ষিণ লামকু পাড়া এলাকায় অভিযান পরিচালনা করে আসামি মো. মোমিন প্রকাশ বাদশার (২১) দেহ তল্লাশি করে তার পরিহিত জিন্স প্যান্টের পকেট থেকে একশত পাঁচ পিস ইয়াবা ট্যাবলেটসহ তাকে গ্রেপ্তার করে।

আসামি -মো. মোমিন প্রকাশ বাদশা (২১) খাগড়াছড়ি জেলার রামগড় উপজেলার সদর ইউপির ৫নং ওয়ার্ড দক্ষিণ লামকুপাড়া এলাকার বাসিন্দা মো. রুহুল আমিনের ছেলে।

আসামির বিরুদ্ধে নিয়মিত মামলা রুজু করে বিধি মোতাবেক আদালতে সোপর্দ করা হবে।

খাগড়াছড়ির পুলিশ সুপার মুক্তা ধর পিপিএম (বার) বলেন, খাগড়াছড়ি জেলার আইনশৃঙ্খলা ও সামাজিক নিরাপত্তা সুনিশ্চিতের লক্ষ্যে মাদক ও চোরাকারবারিদের দৌরাত্ম্য রুখে দিতে খাগড়াছড়ি জেলা পুলিশ আন্তরিকতার সহিত কাজ করে যাচ্ছে।

ইএইচ

Link copied!