Amar Sangbad
ঢাকা বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫,

তীব্র তাপদাহ: ইটনায় জনজীবন অতিষ্ঠ

ইটনা (কিশোরগঞ্জ) প্রতিনিধি

ইটনা (কিশোরগঞ্জ) প্রতিনিধি

মে ২, ২০২৪, ১২:৫৮ পিএম


তীব্র তাপদাহ: ইটনায় জনজীবন অতিষ্ঠ

গ্রীষ্মের প্রখর রৌদ্রের তাপে কিশোরগঞ্জ জেলার ইটনা উপজেলাসহ হাওর অঞ্চলে জনজীবন অতিষ্ঠ হয়ে উঠেছে।

সূর্যের প্রচণ্ড তাপ আর বাতাস যেন আগুনে ছোঁয়া। সকাল থেকে সূর্য তেতে থাকে এবং বেলা বাড়ার সঙ্গে সঙ্গে পাল্লা দিয়ে তাপমাত্রাও বাড়তে থাকে। এমন একটি অবস্থায় প্রাণিকুল জনজীবনে উঠেছে চরম হাঁসফাঁস। মানুষ আকাশের দিকে দুই চোখে চেয়ে থাকে একটু বৃষ্টির আশায়।

এমন কী আবহাওয়ার মাঝে প্রার্দুভাব দেখা দিয়েছে ভাইরাস জ্বর, পেটের পীড়াসহ বিভিন্ন রোগ। এবার গ্রীষ্মের শুরু থেকেই প্রখর রৌদ্রের তাপে জনজীবন অতিষ্ঠ হয়ে উঠেছে। গৃহপালিত পশু পাখিরা গরম থেকে একটু শীতল স্বস্তি পেতে পুকুর বা ডোবায় নেমে বসে আছে।

মো. আলামিন নামের এক রিকশা চালক বলেন, এত গরম বাপ দাদার বয়সে দেখিনাই। একবার যাত্রী টানলে দুই তিন বার জিরাইতে হয়। এতে আয় রোজগার কমে গেছে। খাবো কি কিছুই জানি না।

ইটনা সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক ও মাওলানা মো. তাজুল ইসলাম জানান- চলমান তাপদাহে অতিষ্ঠ জনজীবন কেউ ঘরের বাহিরে কোথায় গিয়ে শান্তি পাচ্ছে না। খেটে খাওয়া মানুষেরা পড়েছে চরম দুর্ভোগে। কর্মহীন হয়ে পড়েছে এসব দিনমজুর মানুষেরা।

ইএইচ

Link copied!