Amar Sangbad
ঢাকা রবিবার, ২২ ডিসেম্বর, ২০২৪,

ধানক্ষেতে মিলল যুবকের লাশ

যশোর প্রতিনিধি

যশোর প্রতিনিধি

মে ২, ২০২৪, ০১:১৩ পিএম


ধানক্ষেতে মিলল যুবকের লাশ

যশোরের মণিরামপুর উপজেলার ঝাঁপা ইউনিয়নের জোকা ঈদগাহ সংলগ্ন একটি ধানক্ষেত থেকে অজ্ঞাত (৪০) পরিচয়ের এক যুবকের লাশ উদ্ধার করা হয়েছে।

বৃহস্পতিবার সকালে খবর পেয়ে পুলিশ ধানক্ষেতে পড়ে থাকা লাশটি উদ্ধার করেন।

স্থানীয়রা জানান, সকালে ধানক্ষেত মালিক আয়ুব হোসেন শ্রমিক নিয়ে ধান কাটার উদ্দেশ্যে মাঠে যান। এক প্রান্তের শ্রমিক ধান কাটার জন্য প্রস্তুতি নিতে থাকেন। এ সময় জমির মালিক ধানক্ষেত ঘুরে ঘুরে দেখার সময় হঠাৎ করে ধান ক্ষেতের অপরপ্রান্তে ওই যুবকের মৃতদেহ দেখতে পান।

এরপর তার চিৎকারে এলাকার লোকজন আসলে পুলিশকে খবর দেওয়া হয়। খবর পেয়ে ঝাঁপা পুলিশ ফাঁড়ির পুলিশ লাশ উদ্ধার করেন। যুবকের গলায় ধারালো অস্ত্রের দাগ দেখা গিয়েছে ।

ইএইচ

Link copied!