Amar Sangbad
ঢাকা শুক্রবার, ২২ নভেম্বর, ২০২৪,

রাতের অন্ধকারে কৃষকের পাকা ধান কেটে নিল দুর্বৃত্তরা

নান্দাইল (ময়মনসিংহ) প্রতিনিধি

নান্দাইল (ময়মনসিংহ) প্রতিনিধি

মে ২, ২০২৪, ০২:২২ পিএম


রাতের অন্ধকারে কৃষকের পাকা ধান কেটে নিল দুর্বৃত্তরা

ময়মনসিংহের নান্দাইল উপজেলার সিংরইল ইউনিয়নের উদং গ্রামের কৃষক হাফিজ উদ্দিনের জমির পাকা ধান কেটে নিয়েছে প্রতিপক্ষের লোকজন। এমন অভিযোগ উঠেছে একই গ্রামের প্রতিপক্ষ আব্দুল মোতালিবের বিরুদ্ধে।

অভিযোগ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার ভোর রাতে সিংরইল মৌজাস্থ উদং গ্রামের কৃষক হাফিজ উদ্দিনের ১০০ শতক জমির পাকা ধান কেটে নিয়ে যায় আব্দুল মোতালিবের লোকজন। শুধু তাই নয়, ওই কৃষকের ভূট্টা ক্ষেতে ভেঙে তছনছ করে দেওয়া হয়েছে।

পাকা ধান কেটে নেওয়ার বিষয়টির সত্যতা স্বীকার করেছেন প্রতিপক্ষ আব্দুল মোতালিব ও তার লোকজন। তারা বলেন, আমাদের জমির ধান আমরা কেটে নিয়েছি তা ভোর রাতে হোক আর দিনেই হোক তাতে তো কোন সমস্যা নাই।

এদিকে অভিযোগকারী কৃষক হাফিজ উদ্দিন বলেন, এ ধানের জমি তার। তিনি ধান রোপণ করেছিলেন। তাছাড়া পৈত্রিক ও ক্রয় সূত্রে প্রাপ্ত এই জমির মালিক কৃষক হাফিজ উদ্দিন।

নান্দাইল মডেল থানার অফিসার ইনচার্জ মো. আব্দুল মজিদ বলেন, এ বিষয়ে একটি লিখিত অভিযোগ পেয়েছি এবং তা সরজমিন তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য একজন এসআইকে দায়িত্বভার দেওয়া হয়েছে।

ইএইচ

Link copied!