Amar Sangbad
ঢাকা বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫,

বোরহানউদ্দিনে পুলিশের চাকুরির নামে প্রতারণা, আটক ১

ভোলা প্রতিনিধি

ভোলা প্রতিনিধি

মে ২, ২০২৪, ০৭:১১ পিএম


বোরহানউদ্দিনে পুলিশের চাকুরির নামে প্রতারণা,  আটক ১

ভোলার বোরহানউদ্দিনে পু‌লি‌শের চাকুরী দেওয়ার না‌মে লক্ষ-লক্ষ টাকা হা‌তি‌য়ে নেওয়ায় মাহাবুব (৫০) নামক প্রতারক চ‌ক্রের ১ সদস‌্যকে আটক ক‌রে‌ছে  থানা পু‌লিশ ।

গত ১মে বুধবার রাতে বোরহানউ‌দ্দিন থানার এস আই জ‌সিমসহ সঙ্গীয় ফোর্স নিয়ে অ‌ভিযান চা‌লি‌য়ে তা‌কে আটক ক‌রেন ।

আটককৃত মাহাবুব বড়মা‌নিকা ইউ‌নিয়‌নের ৩ নং ওয়া‌র্ডের র‌শিদ মিস্ত্রীর ছে‌লে ।

বোরহানউদ্দিন থানা পু‌লিশ জানায়, গত ২০ মার্চ ২০২৪ ইং ভোলা পু‌লিশ ক‌ন‌ষ্টেবল নি‌য়োগ প‌রিক্ষা অনু‌ষ্ঠিত হয় । ওই  নিয়ো‌গ প‌রিক্ষায় প্রতারক মাহাবুবসহ এক‌টি চক্র পুলিশের চাকুরী দেওয়ার নামে ১২ লাখ টাকা হাতিয়ে নেয়। বোরহানউ‌দ্দিন উপজেলার বড়মা‌নিকা ইউনিয়নের ৩ নং ওয়া‌র্ডের সাইফুল্লা‍‍`র ছে‌লে‌ মোবারক করিমকে চাকুরী দেয়ার ‌নামে ১৭ লাখ টাকার চু‌ক্তি ক‌রেন প্রতারক চক্রটি।  এর ধারা‌বাহিকতায় দুইবা‌রে ১২ লাখ টাকা হা‌তি‌য়ে নেয় চ‌ক্রের দুই সদস‌্য মামুন ও মাহাবুব । মাহাবুব‌কে আটক কর‌লেও  প্রতারক চ‌ক্রের মূল হোতা মামুন টাকা নেয়ার পর থে‌কেই পালাতক রয়েছেন।

ভুক্ত‌ভোগী মোবারক করিমের মা ফাইজা আক্তার জানান, চক্রটি আমার ছে‌লে‌কে পু‌লি‌শে চাকুরী দেয়ার কথা ব‌লে আমার কাছ থে‌কে ১২লাখ টাকা হা‌তি‌য়ে নি‌য়ে‌ আমা‌কে সর্বসান্ত ক‌রে দি‌য়ে‌ছে । কোন উপায় না পে‌য়ে আ‌মি থানায় মামলা রুজু ক‌রি ।

বোরহানউ‌দ্দিন থানার অফিসার ইনচার্জ( ওসি) মো. শা‌হিন ফ‌কির (‌বি‌পিএম ) ঘটনার সত‌্যতা স্বীকার ক‌রে জানান, প্রতারণা মামলায় মাহাবুব না‌মে একজন‌কে আটক করা হ‌য়ে‌ছে । তার বিরুদ্ধে থানায় একটি মামলা হয়েছে।পু‌লি‌শে চাকুরী পে‌তে অনলাই‌নে মাত্র ১৬৪ টাকা খরচ হয় । এর বাই‌রে কেহ য‌দি বাড়‌তি টাকা দি‌য়ে পু‌লিশের নি‌য়ো‌গে প্রতারণার স্বীকার হয় তা‌কে সর্ব প্রকার আই‌নি সহায়তা দেওয়া হ‌বে ।

আরএস
 

Link copied!