Amar Sangbad
ঢাকা বৃহস্পতিবার, ১৯ ডিসেম্বর, ২০২৪,

বাজুএ’র জেলা কমিটির সদস্যদের সঙ্গে কেন্দ্রীয় নেতাদের মতবিনিময়

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

মে ২, ২০২৪, ০৯:০৯ পিএম


বাজুএ’র জেলা কমিটির সদস্যদের সঙ্গে কেন্দ্রীয় নেতাদের মতবিনিময়

বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন-বাজুএ, চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখার সদস্যদের সঙ্গে মতবিনিময় করেছেন কেন্দ্রীয় কমিটির নেতৃবৃন্দ। গতকাল বৃহস্পতিবার বিকেলে জেলা শহরের উদয়ন মোড়ে আলাউদ্দিন চাইনিজ ও ফাস্ট ফুডের সম্মেলন কক্ষে জেলা কমিটি এই মতবিনিময় সভার আয়োজন করে। 

চাঁপাইনবাবগঞ্জ জেলা কমিটির সভাপতি মো. মোস্তাকিম’র সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাজুএ কেন্দ্রীয় কমিটির সহসভাপতি মো. জয়নাল আবেদীন খোকন এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কেন্দ্রীয় কমিটির কার্যনির্বাহী সদস্য মো. আলী হোসেন।

অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন বাজুএ, জেলা শাখার নির্বাচন পরিচালনা বোর্ডের প্রধান অ্যাডভোকেট এবিএম সাইদুল ইসলাম, সহকারী নির্বাচন কমিশনার মো. তোফাজ্জুল হক পিটু ও মোহা, ইয়াকুত আলম। 
এছাড়াও বক্তব্য দেন, জেলা কমিটির সাবেক সাধারণ সম্পাদক মো. নজরুল ইসলাম, সাবেক নেতা শ্রী বাসুদেব নন্দীসহ অন্যরা। অনুষ্ঠান সঞ্চালনা করেন আমিন জুয়েলার্স’র মালিক মো. আবুল কালাম আজাদ টুটুল। এসময় স্থানীয় স্বর্ণকাররা তাদের বিভিন্ন সমস্যা তুলে ধরেন।

সংগঠনটির কেন্দ্রীয় কমিটির সহসভাপতি মো. জয়নাল আবেদীন খোকন বলেন-সনাতন পদ্ধতিতে স্বর্ণের ব্যবসা করা অপরাধ হবে। নিজেদের স্বার্থে, সবাইকে কেন্দ্রীয় নির্দেশনা মেনে ব্যবসা করতে হবে, পুরাতন স্বর্ণ কেনার সময় মেমো বা কমপক্ষে বিক্রেতার জাতীয় পরিচয়পত্র মোবাইল নম্বরসহ সংগ্রহে রাখতে হবে। কমিটিকে সচল রাখতে হবে।

আরএস
 

Link copied!