Amar Sangbad
ঢাকা রবিবার, ২২ ডিসেম্বর, ২০২৪,

ফটিকছড়িতে অবৈধ কাঠ উদ্ধার

ফটিকছড়ি (চট্টগ্রাম) প্রতিনিধি :

ফটিকছড়ি (চট্টগ্রাম) প্রতিনিধি :

মে ৩, ২০২৪, ১২:২৯ পিএম


ফটিকছড়িতে অবৈধ কাঠ উদ্ধার

ফটিকছড়িতে সেনাবাহিনীর সহযোগিতায় অবৈধ কাঠ উদ্ধার করেছে চট্টগ্রাম উত্তর বনবিভাগের সর্তা বিট কর্মকর্তারা।

বুধবার (১মে) রাতে উপজেলার খিরাম ইউনিয়নের বরইতলী এলাকা থেকে এসব কাঠ উদ্ধার করা হয়।

জানা গেছে, গহিন পাহাড়ি এলাকার সরকারি সংরক্ষিত বনাঞ্চল থেকে অবৈধভাবে সংগ্রহ করে, সরকারি রাজস্ব ফাঁকি দিয়ে গভীর রাতে পাহাড়ি ঝিরিপথে কাঠ পাচার করা হচ্ছে এমন তথ্যের ভিত্তিতে লক্ষ্মীছড়ি জোনের খিরাম সেনা ক্যাম্প থেকে একটি অভিযানিক দল গিয়ে কাঠগুলো উদ্ধার করে।

সেনাবাহিনীর উপস্থিতি টের পেয়ে দুষ্কৃতিকারীরা দ্রুত পালিয়ে যায়। ঘটনাস্থল থেকে প্রায় ৬৫ সেপটি কাট উদ্ধার করা হয়। যার আনুমানিক মূল্য প্রায় ৩৫হাজার টাকা।

পরে উদ্ধারকৃত কাঠ সর্তা বনবিভাগের নিকট হস্তান্তর করা হয়। এই বিষয়ে সর্তা বনবিট কর্মকর্তা রবিউল হোসেন বলেন, সেনাবাহিনীর কর্তৃক কাঠ আটকের পর তা আমাদের নিকট হস্তান্তর করা হয়েছে। কাঠ উদ্ধারের ঘটনায় বন আইনে মামলা করা হবে।

বিআরইউ

Link copied!