Amar Sangbad
ঢাকা সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪,

ঝোপের ভেতরে মিলল অজ্ঞাত লাশ

ভৈরব (কিশোরগঞ্জ) প্রতিনিধি

ভৈরব (কিশোরগঞ্জ) প্রতিনিধি

মে ৩, ২০২৪, ০২:১০ পিএম


ঝোপের ভেতরে মিলল অজ্ঞাত লাশ

কিশোরগঞ্জের ভৈরবে ঝোপের ভেতর থেকে অজ্ঞাত ব্যক্তির (৩৫) মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বিষয়টি নিশ্চিত করেছেন ভৈরব থানার উপপরিদর্শক (এস আই) আলমগির হোসেন।

লাশের সুরতহাল রিপোর্ট তৈরি করে ময়নাতদন্তের জন্য কিশোরগঞ্জ সদর জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হবে বলে জানিয়েছে পুলিশ।

সকাল সাড়ে ১১টার সময় পাওয়ার হাউজ মোড় এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয়।

পুলিশ জানায়, ঝোপের মধ্যে মরদেহটি পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। ঘটনাস্থলে এসে লাশের সুরতহাল রিপোর্ট তৈরি করতে গিয়ে দেখা যায় মরদেহের পাশে একটি খালি বোতল ও পায়ের জুতা জোড়া ছিটিয়ে পড়ে আছে। নিহতের পড়নে একটি চেক লুঙ্গি ও চেক শার্ট পরিহিত ছিল।

নিহতের পরিচয় শনাক্তে পিবিআই কে খবর দেয়া হয়েছে ফিঙ্গার প্রিন্ট সংগ্রহের জন্য। মৃত্যুর কারণ নির্ণয় করতে লাশ ময়নাতদন্তের জন্য কিশোরগঞ্জ সদর জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হবে।

ইএইচ

Link copied!