Amar Sangbad
ঢাকা রবিবার, ২২ ডিসেম্বর, ২০২৪,

পটুয়াখালীতে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস পালন

পটুয়াখালী প্রতিনিধি

পটুয়াখালী প্রতিনিধি

মে ৩, ২০২৪, ০২:৫২ পিএম


পটুয়াখালীতে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস পালন

বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস আজ। সাংবাদিকদের অধিকার প্রতিষ্ঠা, সাংবাদিক নির্যাতন বন্ধে যুগোপযোগী আইন প্রণয়ন এবং সাইবার সিকিউরিটি আইন সংশোধনের দাবিতে পটুয়াখালীতে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।

শুক্রবার দুপুরে পটুয়াখালী প্রেস ক্লাবের আয়োজিত মানববন্ধনে অংশগ্রহণ করেন পটুয়াখালীতে কর্মরত বিভিন্ন গণমাধ্যমকর্মীরা।

বক্তব্য দেন- পটুয়াখালী প্রেসক্লাবের সাবেক সভাপতি দৈনিক সংবাদের জেলা প্রতিনিধি স্বপন ব্যানার্জী, দৈনিক ইনকিলাবের জেলা প্রতিনিধি মো. জাকির হোসেন, সাবেক সাধারণ সম্পাদক জালাল আহম্মেদ, সাধারণ সম্পাদক জাকারিয়া হৃদয় প্রমুখ।

এ সময় তারা সাংবাদিক নির্যাতন বন্ধে যুগোপযোগী আইন প্রণয়ন এবং সাইবার সিকিউরিটি আইন সংশোধনসহ মফস্বলে কর্মরত সংবাদকর্মীদের অষ্টম ওয়েজ বোর্ড অনুযায়ী বেতন ভাতা প্রদানের দাবি জানান।

ইএইচ

Link copied!