Amar Sangbad
ঢাকা রবিবার, ২২ ডিসেম্বর, ২০২৪,

আশুলিয়ায় হেরোইনসহ দুই কারবারি আটক

আশুলিয়া (ঢাকা) প্রতিনিধি

আশুলিয়া (ঢাকা) প্রতিনিধি

মে ৩, ২০২৪, ০২:৫৭ পিএম


আশুলিয়ায় হেরোইনসহ দুই কারবারি আটক

সাভারের আশুলিয়ায় অভিযান চালিয়ে ৫৫০ পুড়িয়া হেরোইনসহ দুই মাদক কারবারিকে আটক করেছে পুলিশ।

শুক্রবার দুপুর ১২টার দিকে এ তথ্য নিশ্চিত করেন আশুলিয়া থানার উপ-পরিদর্শক আবুল হাসান।

এর আগে বৃহস্পতিবার দিবাগত রাতে আশুলিয়ার মধ্য গাজীরচট রশিদ মার্কেট এলাকা থেকে তাদেরকে আটক করা হয়।

আটককৃতরা হলেন- মো. জেনারুল হক (৩০) ও মো. আলমগীর (৩৫)। তারা উভয়ে আশুলিয়ার গাজীরচট এলাকায় ভাড়া বাসায় থাকতো বলে জানা যায়।

এ বিষয়ে আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) আবুল হাসান বলেন, আটককৃতদের বিরুদ্ধে থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। সেই সাথে শুক্রবার সকালে তাদেরকে আদালতে পাঠানো হয়েছে।

ইএইচ

Link copied!