Amar Sangbad
ঢাকা বৃহস্পতিবার, ১৯ ডিসেম্বর, ২০২৪,

সেচপাম্পের ড্রাইভারকে গলা কেটে হত্যা

মির্জাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি

মির্জাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি

মে ৩, ২০২৪, ০৫:০৬ পিএম


সেচপাম্পের ড্রাইভারকে গলা কেটে হত্যা

টাঙ্গাইলের মিজাপুরে একটি সেচপাম্প ড্রাইভারকে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। শুক্রবার সকালে পুলিশ লাশটি উদ্ধার করে মর্গে প্রেরণ করেছে।

বৃহস্পতিবার রাতে উপজেলার বানাইল ইউনিয়নের বাদে হালালিয়া ঘোনাপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত উপজেলার বানাইল ইউনিয়নের বাদে হালালিয়া গ্রামের রবি মিয়ার ছেলে নুরুল ইসলাম নূরু (৩৬)।

এ ব্যাপারে মির্জাপুর থানা অফিসার ইনচার্জ (ওসি) মো. রেজাউল করিম জানান, সংবাদ পেয়ে নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। নিহতের গলায় ধারালো অস্ত্র দিয়ে আঘাতের চিহ্ন রয়েছে।

ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেপ্তার করতে বিশেষ অভিযান অব্যাহত রয়েছে।

ইএইচ

Link copied!