Amar Sangbad
ঢাকা শনিবার, ০৫ অক্টোবর, ২০২৪,

সরিষাবাড়ীতে প্রবাসীর বাড়িতে হামলা-লুটপাটের অভিযোগ

সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধি

সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধি

মে ৩, ২০২৪, ০৬:০৬ পিএম


সরিষাবাড়ীতে প্রবাসীর বাড়িতে হামলা-লুটপাটের অভিযোগ

জামালপুরের সরিষাবাড়ীত এক সৌদি প্রবাসীর বাড়িতে হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে।

অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার সাতপোয়া ইউনিয়নের শিশুয়া গ্রামের প্রবাসী আ. মালেকের স্ত্রী কল্পনা আক্তার দুই সন্তান নিয়ে স্বামীর বাড়িতে বসবাস করে আসছিল। স্বামী বিদেশে থাকার সুযোগে প্রায় সময়ই একই গ্রামের আব্দুল মালেক বিনাকারণে কল্পনা আক্তারকে গালিগালাজ ও নির্যাতন করতেন। এ বিষয়ে কল্পনা আক্তার প্রতিবাদ করলে তাকে খুন জখমের হুমকি দেয় আব্দুল মালেক।

এরই ধারাবাহিকতায় বৃহস্পতিবার রাত ১টায় আব্দুল মালেকের নেতৃত্বে ৭-৮ জন সন্ত্রাসী দরজা ভেঙে প্রবাসীর স্ত্রী কল্পনা আক্তারের ঘরে প্রবেশ করে। এ সময় কল্পনা আক্তারকে মারপিট করে শরীরের বিভিন্ন জায়গায় জখম করেন।

মারপিট ফিরাতে গেলে কল্পনা আক্তারের সন্তান কবির ও আর্জিনা আক্তারকে মেরে আহত করা হয়েছে।

এ সময় হামলাকারী আব্দুল মালেক, শফিকুল ইসলাম, আজগর আলী, রিপন মিয়া, মোশারফ হোসেন ও জহুরুল ইসলাম জমি ক্রয়ের জন্য আলমারিতে থাকা ৫ লাখ টাকাসহ দুই ভরি ওজনের স্বর্ণের অলংকার নিয়ে যায়।

এ বিষয়ে সরিষাবাড়ী থানার অফিসার ইনর্চাজ মুশফিকুর রহমান বলেন, অভিযোগ পেয়েছি, তদন্ত করে দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

ইএইচ

Link copied!