Amar Sangbad
ঢাকা সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪,

দুটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে যুবক নিহত

সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধি

সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধি

মে ৩, ২০২৪, ০৮:১৭ পিএম


দুটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে যুবক নিহত

জামালপুরের সরিষাবাড়ীতে দুটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ফজলুল হক (১৮) নামে এক যুবক নিহত হয়েছেন এবং ৪ জন আহত হওয়ার ঘটনা ঘটেছে।

শুক্রবার দুপুরে সরিষাবাড়ী উপজেলার মহাদান ইউনিয়নের খলিলের মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত ফজলুল হক সরিষাবাড়ী উপজেলার ভাটারা ইউনিয়নের কুটুরিয়া গ্রামের মৃত আবু সামার ছেলে।

অপর মোটরসাইকেল আরোহী গুরুতর সাগর মিয়াকে (১৬) ঢাকা পঙ্গু হাসপাতালের ভর্তি করা হয়েছে। অপর আহত জনি মিয়া (২০), লাফি (১৬), সজীব খানকে (২৩) সরিষাবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

এ ব্যাপারে সরিষাবাড়ী থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মুশফিকুর রহমান বলেন, দুর্ঘটনায় পতিত মোটরসাইকেল ও নিহত যুবকের লাশ উদ্ধার করা হয়েছে। লাশের ময়নাতদন্তের জন্য প্রস্তুতি চলছে। অভিযোগ পেলে তদন্ত করে দোষীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

ইএইচ

Link copied!