Amar Sangbad
ঢাকা বৃহস্পতিবার, ১৯ ডিসেম্বর, ২০২৪,

কুষ্টিয়া সদর উপজেলা নির্বাচন

কেঁদে কেঁদে ভোট চাইলেন স্বতন্ত্র প্রার্থী

কুষ্টিয়া প্রতিনিধি

কুষ্টিয়া প্রতিনিধি

মে ৩, ২০২৪, ০৮:২৪ পিএম


কেঁদে কেঁদে ভোট চাইলেন স্বতন্ত্র প্রার্থী

কুষ্টিয়া সদর উপজেলাবাসীর কাঙ্ক্ষিত উন্নয়নের জন্য মোটরসাইকেল প্রতীকে ভোট দিয়ে জয়ী করতে স্থানীয় ভোটারদের প্রতি আহ্বান জানিয়েছেন স্বতন্ত্র মোটরসাইকেল প্রতীকের প্রার্থী আবু আহাদ আল মামুন (দীপু মীর)।

তিনি বলেন, ‘আমি আগামী ৮ তারিখে আপনাদের কাছে একটি করে ভোট ভিক্ষা চাই, ইনশাআল্লাহ আগামী ৫ বছরের জন্য আমি আপনাদের সেবক হয়ে থাকবো। আমি সুশাসন প্রতিষ্ঠা করার লক্ষ্যে কাজ করতে চাই।

শুক্রবার সারাদিন উপজেলার ইসলামি বিশ্ববিদ্যালয়, লক্ষ্মীপুর, হরিনারায়ণপুর, করিমপুর, বিত্তিপাড়া, পিয়ারপুর, জিয়ারখী, কাঞ্চনপুর, টাকিমারা ঘুরে ঘুরে সাধারণ মানুষের কাছে গিয়ে এসব কথা বলেন আবু আহাদ আল মামুন (দীপু মীর)।

তিনি আরও বলেন, আমি আপনাদের ভোটাধিকার প্রয়োগ করার সুযোগ করে দিয়েছি। এবার আপনারা ব্যালটের মাধ্যমে দুর্নীতির বিরুদ্ধে অবস্থান নিয়ে আমাকে বিজয়ী করে আপনাদের সেবা করার সুযোগ করে দিবেন।

ইএইচ

Link copied!