Amar Sangbad
ঢাকা সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪,

ভালুকায় পথচারীদের মাঝে পানি ও স্যালাইন বিতরণ

ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি

ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি

মে ৪, ২০২৪, ০৩:১১ পিএম


ভালুকায় পথচারীদের মাঝে পানি ও স্যালাইন বিতরণ

ময়মনসিংহের ভালুকায় প্রচণ্ড তাপদাহে মানুষের তৃষ্ণা মেটাতে পথচারীদের মাঝে বিশুদ্ধ পানি ও খাবার স্যালাইন বিতরণ করা হয়েছে।

শনিবার সকালে উপজেলার স্কয়ার মাস্টারবাড়ী বাসস্ট্যান্ড এলাকায় উপজেলা মাদকবিরোধী যুব আন্দোলনের উদ্যোগে ওই বিশুদ্ধ পানি ও খাবার স্যালাইন বিতরণ করা হয়।

বিশুদ্ধ পানি ও খাবার স্যালাইন বিতরণ অনুষ্ঠানে মাদকবিরোধী যুব আন্দোলনের সভাপতি ইমরামুল ইসলাম শাহিনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিশুদ্ধ পানি ও খাবার স্যালাইন বিতরণ কার্যক্রম উদ্বোধন করেন ভালুকা মডেল থানার অফিসার ইনচার্জ মো. শাহ কামাল আকন্দ।

এ সময় অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন ভালুকা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আসাদুজ্জামান সুমন, রোকেয়া, কবিতা, ওয়াসিম, নোমান, আলমগীর প্রমুখ।

এছাড়াও মাদক বিরোধী যুব আন্দোলনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটির প্রচারণায় ছিলেন শাহিন জিম এন্ড ফিটনেস নামের একটি প্রতিষ্ঠান।

ইএইচ

Link copied!