Amar Sangbad
ঢাকা রবিবার, ২২ ডিসেম্বর, ২০২৪,

দশমিনায় নির্বাচন সংশ্লিষ্ট মতবিনিময় সভা অনুষ্ঠিত

দশমিনা (পটুয়াখালী) প্রতিনিধি

দশমিনা (পটুয়াখালী) প্রতিনিধি

মে ৪, ২০২৪, ০৩:৩৮ পিএম


দশমিনায় নির্বাচন সংশ্লিষ্ট মতবিনিময় সভা অনুষ্ঠিত

৬ষ্ঠ উপজেলা পরিষদ সাধারণ নির্বাচন-২০২৪ উপলক্ষে নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তা এবং প্রতিদ্বন্দ্বি প্রার্থীদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার বেলা সাড়ে ১২টায় দশমিনা উপজেলা পরিষদ কনফারেন্স হলরুমে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

দশমিনা উপজেলা নির্বাহী অফিসার নাফিসা নাজ নীরার সভাপতিত্বে ও সহকারী কমিশনার (ভূমি) ওয়াসিউজ্জামান চৌধুরীর সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন-পটুয়াখালী জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট নূর কুতুবুল আলম।

বিশেষ অতিথি হিসেবে-পটুয়াখালী জেলা পুলিশ সুপার মো. সাইদুল ইসলাম বিপিএম, সিনিয়র জেলা নির্বাচন অফিসার ও রিটার্নিং অফিসার খান আবি শাহানুর খান, অতিরিক্ত পুলিশ সুপার গলাচিপা-দশমিনা (সার্কেল) মোর্শেদ তোহা, দশমিনা থানার ওসি মো. নূরুল ইসলাম মজুমদার, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নুরুল ইসলাম মজুমদার ও উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে ৮ জন, ভাইস চেয়ারম্যান পুরুষ ৩ জন এবং ভাইস চেয়ারম্যান মহিলা ২ জন প্রার্থীসহ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান, সুশীল নাগরিক, বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রিক মিডিয়ার সংবাদকর্মীরা উপস্থিত ছিলেন।

স্বগত বক্তব্য রাখেন- উপজেলা নির্বাচন অফিসার ও সহকারী রিটার্নিং কর্মকর্তা মো. সাইফুল ইসলাম।

ইএইচ

Link copied!