Amar Sangbad
ঢাকা সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪,

বুড়িচংয়ে শ্রেষ্ঠ মাদরাসা শিক্ষক হলেন মাওলানা কাজী আল ইমরান

বুড়িচং (কুমিল্লা) প্রতিনিধি

বুড়িচং (কুমিল্লা) প্রতিনিধি

মে ৪, ২০২৪, ০৪:১০ পিএম


বুড়িচংয়ে শ্রেষ্ঠ মাদরাসা শিক্ষক হলেন মাওলানা কাজী  আল ইমরান

কুমিল্লার বুড়িচং উপজেলায় মাদরাসার শ্রেষ্ঠ শ্রেণি শিক্ষক নির্বাচিত হয়েছেন বাকশীমূল সুন্নীয়া ইসলামিয়া সিনিয়র মাদরাসার আরবি প্রভাষক মাওলানা কাজী মুহাম্মদ আল ইমরান।

বুড়িচং উপজেলা নির্বাহী কর্মকর্তা সাহিদা আক্তার এবং উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. আব্দুল মান্নান স্বাক্ষরিত এক মূল্যায়ন পত্রে তাকে শ্রেষ্ঠ শ্রেণি শিক্ষক নির্বাচিত করা হয়।

বাকশীমূল সুন্নীয়া ইসলামিয়া সিনিয়র মাদরাসার অধ্যক্ষ মাওলানা মো. মফিজুল ইসলাম জানান, শিক্ষাগত যোগ্যতা, অভিজ্ঞতা, বিষয়ভিত্তিক জ্ঞান, উপকরণ ব্যবহার, প্রশ্নপত্র প্রণয়ন ও মূল্যায়ন পারদর্শিতা অংশীজনের প্রতি সহযোগিতার মনোভাব, চারিত্রিক দৃঢ়তা, সততা, চ্যালেঞ্জ গ্রহণের সক্ষমতা, প্রযুক্তির ব্যবহার ও মূল্যায়নের রেকর্ড সংরক্ষণ দক্ষতা, পেশাগত সৃজনশীল, গুণগত মানের উদ্ভাবনী ও উত্তম চর্চার নির্দেশক, আর্থিক শৃঙ্খলা এবং কার্যকর শ্রেণি কার্যক্রম পরিচালনায় পারদর্শিতার বিচারে তিনি শ্রেষ্ঠ শ্রেণি শিক্ষক নির্বাচিত হয়েছেন।

ইএইচ

Link copied!