Amar Sangbad
ঢাকা বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫,

বগুড়ায় তৃণমূল সাংবাদিকদের দিনব্যাপী বুনিয়াদি প্রশিক্ষণ

বগুড়া প্রতিনিধি

বগুড়া প্রতিনিধি

মে ৪, ২০২৪, ০৬:৩৫ পিএম


বগুড়ায় তৃণমূল সাংবাদিকদের দিনব্যাপী বুনিয়াদি প্রশিক্ষণ

বগুড়ার শিবগঞ্জ উপজেলার কিচক প্রেসক্লাবের আয়োজনে দিনব্যাপী বুনিয়াদি প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার ক্লাবের সভাপতি এমএ ওয়াদুদের সভাপতিত্বে প্রশিক্ষণ কর্মশালা উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কিচক ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান ও আসন্ন শিবগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান প্রার্থী আব্দুল বাকী ৷

এ সময় উপস্থিত ছিলেন প্রশিক্ষণ কর্মশালার প্রশিক্ষক আমন্ত্রিত অতিথি সিনিয়র সাংবাদিক মহসিন আলী রাজু ও সাংবাদিক ইউনিয়ন বগুড়ার সাবেক সভাপতি সৈয়দ ফজলে রাব্বী ডলার।

আরও উপস্থিত ছিলেন কিচক প্রেস ক্লাবের সভাপতি সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী, যুগ্ম সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, দৈনিক আমার সংবাদের শিবগঞ্জ উপজেলা প্রতিনিধি আ. গফুর মন্ডল, কাজী সিরাজুল ইসলাম, শরিফুল ইসলাম রাকিব, রুহুল আমিন, মহসিন আলী, আবু তাহের, রাব্বী হাসান সুমন, মির্জা হাসান, সুনিল বরণ সাহা, আশরাফুল ইসলাম রুবেল প্রমুখ।

প্রশিক্ষণ কর্মশালায় কিচক প্রেসক্লাবের ১৮ জন সদস্য অংশগ্রহণ করেন।

ইএইচ

Link copied!