Amar Sangbad
ঢাকা মঙ্গলবার, ২১ জানুয়ারি, ২০২৫,

ভোলায় ইয়াবা সহ মাদক কারবারি আটক

ভোলা প্রতিনিধি:

ভোলা প্রতিনিধি:

মে ৫, ২০২৪, ১২:১৩ পিএম


ভোলায় ইয়াবা সহ মাদক কারবারি আটক

ভোলায় পুলিশের  মাদকবিরোধী অভিযান ১ হাজার পিচ ইয়াবা ট্যাবলেট সহ মো. বাবু (৩০) নামের এক মাদক কারাবারি কে আটক করেছে পুলিশ।

জেলার পুলিশ সুপার মো. মাহদিুজ্জামান বিপিএম এর দিক নির্দেশনায় এবং ভোলা সদর মডেল থানার অফিসার ইনর্চাজ (ওসি) এর প্রত্যক্ষ সহায়তায় ও তত্ত্বাবধানে শনিবার ৪ মে ভোর পৌনে ৭টায় সদর উপজেলার  চর সামাইয়া ইউনিয়নের পূর্ব চরকালী সাকিনে ০১নং ওয়ার্ডস্থ খেয়াঘাট লঞ্চঘাটের পল্টুন থেকে এসআই মো. মহিউদ্দিন জুয়েল সঙ্গীয় অফিসার এএসআই মো. আবুল বাশার, কনস্টেবল আবির, কনস্টেবল  মো. তরিকুল ইসলাম অভিযান চালিয়ে ১ হাজার পিচ ইয়াবা ট্যাবলেটসহ সহ বাবু নামের এক  মাদক ব্যবসায়ীকে আটক করে।

আটকৃত বাবু ভোলা সদর পৌরসভা ৮নং ওয়ার্ডের পৌর কাঠালী এলাকার মৃত সালাউদ্দিনের ছেলে।

একই দিন রাতে জেলা পুলিশের মিডিয়া সেলের এক বিবৃতিতে এসব তথ্য জানানো হয়।

এ বিষয় ভোলা সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মনির হোসেন মিয়া জানান ১ হাজার পিছ ইয়াবা সহ বাবু নামের এক মাদক কারবারি কে আটক করা হয়েছে, আটককৃত আসামীর  বিরুদ্ধে ভোলা সদর মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের পর আদালতে প্রেরণ করা হয়েছে।

বিআরইউ

Link copied!