Amar Sangbad
ঢাকা রবিবার, ২২ ডিসেম্বর, ২০২৪,

কিশোরগঞ্জে চেয়ারম্যান প্রার্থীর সমর্থনে যুবলীগের ভোট প্রার্থনা

কিশোরগঞ্জ প্রতিনিধি

কিশোরগঞ্জ প্রতিনিধি

মে ৫, ২০২৪, ১২:২১ পিএম


কিশোরগঞ্জে চেয়ারম্যান প্রার্থীর সমর্থনে যুবলীগের ভোট প্রার্থনা

আসন্ন কিশোরগঞ্জ সদর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী মো. আওলাদ হোসেনের পক্ষে মোটরসাইকেল প্রতীকের সমর্থনে ভোট প্রার্থনা করেছে কিশোরগঞ্জ জেলা যুবলীগের নেতাকর্মীরা।

শনিবার রাতে জেলা যুবলীগের সভাপতি পদপ্রার্থী জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ও গুরুদয়াল সরকারি কলেজ ছাত্র সংসদের সাবেক এজিএস বাছির উদ্দিন রিপনের নেতৃত্বে জেলা শহরের পুরানথানা ও গৌরাঙ্গবাজার এলাকায় সাধারণ ভোটারদের দ্বারে দ্বারে গিয়ে ভোট প্রার্থনা করে তারা।

পরে গৌরাঙ্গবাজার এলাকায় অনুষ্ঠিত এক সংক্ষিপ্ত সমাবেশে কিশোরগঞ্জ সদর উপজেলার শান্তি, সম্প্রীতি ও উন্নয়নের স্বার্থে চেয়ারম্যান পদপ্রার্থী মো. আওলাদ হোসেনকে মোটরসাইকেল প্রতীকে ভোট দিয়ে বিজয়ী করার আহ্বান জানান যুবলীগের নেতাকর্মীরা।

এ সময় যুবলীগের নেতাকর্মীরা চেয়ারম্যান পদপ্রার্থী আওলাদ হোসেনের পক্ষে মোটরসাইকেল প্রতীকের সমর্থনে নির্বাচনের দিন বিকাল পর্যন্ত সবাইকে মাঠে থাকার আহ্বান জানান তারা।

সদর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী আওলাদ হোসেনের মোটরসাইকেল প্রতীকের সমর্থনে ভোট প্রার্থনায় পৌর আওয়ামী লীগ নেতা সাবেক কমিশনার একেএম শাহজাহান, পৌর আওয়ামী লীগ নেতা ৩নং ওয়ার্ড আওয়ামী লীগের সাবেক সভাপতি ফজলুল হক ভূইয়া, বাংলাদেশ ছাত্রলীগের সাবেক জাতীয় পরিষদ সদস্য মোল্লা খাইরুল নোমানীসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

ইএইচ

Link copied!