Amar Sangbad
ঢাকা রবিবার, ২২ ডিসেম্বর, ২০২৪,

উপজেলা পরিষদ নির্বাচন

মাদারীপুরে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে সংবাদ সম্মেলন

মাদারীপুর প্রতিনিধি

মাদারীপুর প্রতিনিধি

মে ৫, ২০২৪, ০৩:০৬ পিএম


মাদারীপুরে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে সংবাদ সম্মেলন

মাদারীপুর সদর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী আসিবুর রহমান খান তার প্রতিদ্বন্দ্বি প্রার্থী শফিক খানের বিরুদ্ধে নানা অভিযোগে রোববার বেলা ১১টায় তার নিজ বাসভবনে সংবাদ সম্মেলন করেছেন।

সংবাদ সম্মেলনে প্রতিদ্বন্দ্বি প্রার্থী শফিক খানের বিরুদ্ধে আচরণবিধি লঙ্ঘন, পোস্টার ছিড়ে ফেলা, কর্মীদের উপর হামলা ও প্রভাব বিস্তারের অভিযোগ করেন আসিবুর রহমান খান।

এছাড়াও নির্বাচনে পাঁচটি ইউনিয়নে জোরপূর্বক কেন্দ্র দখল করে শফিক খান নিজের প্রতীকে ভোট নিতে পারেন বলে সেই আশঙ্কাও প্রকাশ করেন।

উল্লেখ্য, মাদারীপুর সদর উপজেলা পরিষদ নির্বাচনে স্থানীয় সাংসদ শাজাহান খানের ছেলে আসিবুর রহমান খান আনারস প্রতীক ও তার চাচাতো ভাই শফিক খান মোটরসাইকেল নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন।

ইএইচ

Link copied!