মহেশপুর (ঝিনাইদহ) প্রতিনিধি:
মে ৫, ২০২৪, ০৪:০২ পিএম
মহেশপুর (ঝিনাইদহ) প্রতিনিধি:
মে ৫, ২০২৪, ০৪:০২ পিএম
ঝিনাইদহের মহেশপুর তীব্র তাপপ্রবাহের মধ্যে হঠাৎ রবিবার (০৫ মে) সকালে আবহাওয়ার ব্যাপক পরিবর্তন দেখা দিয়েছে।
স্থানীয়রা জানান, ভোর থেকে বেশ ঠান্ডা অনুভূত হতে থাকে। তার সঙ্গে সকাল সাড়ে ৬টা-৭টা পর্যন্ত ঘনকুয়াশা দেখা যায়। সকালে সড়কে যানবাহন চলাচল করে হেডলাইট জ্বালিয়ে। তবে কুয়াশা কেটে যাওয়ার পর থেকেই প্রখর রোদ থাকলেও দুপরের তাপমাত্রা গতকালের (শনিবার) তুলনায় একটু কম ছিল।
প্রতিদিনের মতোই মৃদু হাওয়া বইছে। সড়ক, বাজার ঘাটে মানুষের স্বাভাবিক চলাচল নেই।
খুলনা আবহাওয়া অফিসের তথ্যমতে, শনিবার এ অঞ্চলে তাপমাত্রা ছিল ৪২ ডিগ্রির । আজকের (রবিবার ) দুপুরে তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৪১ ডিগ্রি সেলসিয়াস।
৬১ বছর বয়সী এমদাদুল হক জানান, টানা তীব্র খরার মাঝে সকালে ঘন কুয়াশা এটা স্বাভাবিক আবহাওয়ার লক্ষণ না। তার জীবদ্দশায় বৈশাখ মাসে কখনো এ অবস্থা দেখা যায়নি বলে জানান তিনি।
বিআরইউ