Amar Sangbad
ঢাকা সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪,

মধুপুরে কৃষকের মাঝে কম্বাইন্ড হারভেস্টার মেশিন বিতরণ

মধুপুর (টাঙ্গাইল) প্রতিনিধি

মধুপুর (টাঙ্গাইল) প্রতিনিধি

মে ৫, ২০২৪, ০৭:১৪ পিএম


মধুপুরে কৃষকের মাঝে কম্বাইন্ড হারভেস্টার মেশিন বিতরণ

টাঙ্গাইলের মধুপুরে কৃষি মন্ত্রণালয়ের আওতাধীন কৃষিসম্প্রসারণ অধিদপ্তরের সমন্বিত ব্যবস্থাপনার মাধ্যমে কৃষি যান্ত্রিকীকরণ প্রকল্পের আওতায় ৫০ শতাংশ ভর্তুকি মূল্যে তালিকাভুক্ত কৃষকদেরকে কম্বাইন্ড হারভেস্টার মেশিন (আধুনিক ধান কাটার যন্ত্র) বিতরণ করা হয়েছে।

রোববার দুপুরে মধুপুর উপজেলা কৃষি পুনর্বাসন কমিটির বাস্তবায়নে উপজেলা পরিষদ চত্বরে উপজেলার শিবরামবাড়ী গ্রামের কৃষক আরিফ হোসেনের কাছে চাবি হস্তান্তরের মাধ্যমে কম্বাইন্ড হারভেষ্টার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

উপজেলা কৃষি অফিসার শাকুরা নাম্নীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার জুবায়ের হোসেন।

বিতরণ অনুষ্ঠানে উপজেলা কৃষি অফিসের উপসহকারী কৃষি কর্মকর্তা, সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা জোবায়ের হোসেন বলেন, সরকারি ৫০ শতাংশ ভর্তুকিতে কৃষকদের মাঝে কম্বাইন্ড হারভেষ্টার মেশিন দেওয়া হয়েছে। এ কম্বাইন্ড হারভেষ্টার মেশিনের মাধ্যমে অল্প সময়ে অল্প খরচে জমির ধান কাটাই মাড়াই করতে পারবে এতে শ্রমিক সংকট দূর হবে।

মধুপুর উপজেলা কৃষি কর্মকর্তা শাকুরা নাম্নী বলেন, কম্বাইন্ড হারভেস্টার মেশিন সরকারের পরিচালনার বাজেটে কৃষি যন্ত্রপাতি সহায়তা কর্মসূচির আওতায় মেশিনটি ৫০ শতাংশ ভর্তুকিতে কৃষকের মাঝে বিতরণ করা হয়েছে।

কৃষক আরিফ হোসেন জানান, এ যন্ত্র পেয়ে তিনি খুশি। এ মেশিনের কারণে বর্তমানে খরচ কমে অর্ধেকে নেমে আসবে।

ইএইচ

Link copied!