Amar Sangbad
ঢাকা বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫,

গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলা নির্বাচনে মনোনয়ন বাতিল ২ প্রার্থীর

সাদুল্লাপুর (গাইবান্ধা) প্রতিনিধি

সাদুল্লাপুর (গাইবান্ধা) প্রতিনিধি

মে ৫, ২০২৪, ০৭:৫৩ পিএম


গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলা নির্বাচনে মনোনয়ন বাতিল ২ প্রার্থীর

৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের তৃতীয় ধাপে অনুষ্ঠিত হতে যাচ্ছে  গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলা পরিষদ নির্বাচন। উক্ত উপজেলা পরিষদ নির্বাচনে  চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে অনলাইনে ১৮ জন প্রার্থী মনোনয়ন জমা দেয়।

এর মধ্যে চেয়ারম্যান পদে মনোনয়ন পত্র জমা দেয় ৮ জন মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৪ জন ভাইস চেয়ারম্যান পদে ৬ জন প্রার্থী।

চেয়ারম্যান পদে মনোনয়ন পত্র জমা দেয়া  ৮ জনের মধ্যে ৫ মে যাচাই-বাছাই শেষে ২ জন প্রার্থীর মনোনয়ন বাতিল করেছে দায়িত্ব প্রাপ্ত  রিটার্নিং কর্মকর্তা। 
তারা হলেন, নুর আজম মন্ডল নিরব ও সাহীন আলম।

বৈধ প্রার্থী ৬ জন হলেন,এ্যাড : এম এ ওয়াহেদ মিয়া,ফজলুল হক রানা,আজিজার রহমান বিএসসি,সাইদুর রহমান মুন্সি,এস এম খাদেমুল ইসলাম খুদি,রেজাউল করিম রেজা।

বৈধ ভাইস চেয়ারম্যান প্রার্থীরা  মোন্তেজার রহমান চঞ্চল, নুর আলম মন্ডল, মিজানুর রহমান, শাহ আলম,আসকালাম আকন্দ,এনামুল হক মন্ডল,  বৈধ মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থীরা হলেন , মাহমুদা বেগম,আকতার বানু লাকী,লাভলী বেগম,আর্জেনা বেগম।

৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে তৃতীয় ধাপে  সারা দেশে ১১২ উপজেলায় ভোট গ্রহণ অনুষ্ঠিত  হবে ২৯ মে। ঘোষিত তফশিল অনুযায়ী ২ মে ছিল মনোনয়ন অনলাইনে জমা প্রদানের শেষ দিন ৫ মে মনোনয়ন যাচাই বাছাই মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন ১২ মে প্রতীক বরাদ্দ ১৩ মে।

এ নির্বাচনে  সাদুল্লাপুর উপজেলার ১১টি ইউনিয়নের ১ শত ২ টি ভোট কেন্দ্রে ২ লক্ষ ৫৮ হাজার ৪ শত ৫৩ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন।

বিষয়টি নিশ্চিত করেছেন দায়িত্ব প্রাপ্ত রিটার্নিং কর্মকর্তা ও অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মশিউর রহমান। 

আরএস

Link copied!