Amar Sangbad
ঢাকা বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫,

উপজেলা নির্বাচনে ভোট যুদ্ধে ১৪ প্রার্থী

মদন (নেত্রকোনা) প্রতিনিধি

মদন (নেত্রকোনা) প্রতিনিধি

মে ৫, ২০২৪, ০৮:৪২ পিএম


উপজেলা নির্বাচনে ভোট যুদ্ধে ১৪ প্রার্থী

আসন্ন ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচন উপলক্ষে মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে মদন উপজেলা নির্বাচনে ১৪ জন প্রার্থীকে বৈধ ঘোষণা করেছে নির্বাচন কমিশন।

রবিবার নেত্রকোণা জেলার রিটার্নিং কর্মকর্তার সম্মেলন কক্ষে যাচাই-বাছাই শেষে ছয় জন চেয়ারম্যান প্রার্থী, চারজন ভাইস চেয়ারম্যান প্রার্থী,চারজন মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থীকে বৈধ ঘোষণা করেন জেলা রিটার্নিং কর্মকর্তা।

উপজেলা নির্বাচন অফিস সূত্রে জানা যায়,এবছর উপজেলা নির্বাচনে মোট ভোটার সংখ্যা ১লক্ষ ৩৩ হাজার ৮৯ জন।পুরুষ ভোটার ৬৮ হাজার ৩শত ৬১ জন।মহিলা ভোটার ৬৪ হাজার ৭শত ২১ জন। তৃতীয় লিঙ্গের ভোট রয়েছে ৭জন।

বৈধ চেয়ারম্যান প্রার্থী হলেন,বীর মুক্তিযোদ্ধা আব্দুল কুদ্দুস, বীর মুক্তিযোদ্ধা হাবিবুর রহমান,বীর মুক্তিযোদ্ধা মমতাজ হোসেন চৌধুরী, বীর মুক্তিযোদ্ধা হেলাল উদ্দিন তালুকদার,বীর মুক্তিযোদ্ধা মিজাজুল হক(সবল চৌধুরী), ইফতেখারুল আলম আজাদ।

ভাইস চেয়ারম্যান প্রার্থী হলেন,এম এ সোহাগ, ফিরোজ আহমেদ পাঠান,শেখ বদরুল ইসলাম,হাফেজ মো. নুরুজ্জামান।

মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী হলেন,ইতি আক্তার ইভা,রিনা আক্তার,মোসা:তাজমহল আক্তার দোলেনা ও হাসনা চৌধুরী।

সকল প্রার্থীর বৈধতার কথা নিশ্চিত করে উপজেলা নির্বাচন কর্মকর্তা হামিদ ইকবাল বলেন,সবকিছু যাচাই-বাছাই শেষে আজ ১৪ জন প্রার্থীকে বৈধ ঘোষণা করেছেন জেলা রিটার্নিং কর্মকর্তা।প্রার্থীতা প্রত্যাহারের শেষ তারিখ ১২ই মে।প্রতীক বরাদ্দ ১৩ই মে।ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে আগামী ২৯ শে মে। 

আরএস

Link copied!