Amar Sangbad
ঢাকা রবিবার, ১৯ জানুয়ারি, ২০২৫,

উপজেলা পরিষদ নির্বাচন

রামুতে ১০ প্রার্থীর মনোনয়ন বৈধ ঘোষণা

রামু (কক্সবাজার) প্রতিনিধি

রামু (কক্সবাজার) প্রতিনিধি

মে ৬, ২০২৪, ১০:২৫ এএম


রামুতে ১০ প্রার্থীর মনোনয়ন বৈধ ঘোষণা

আসন্ন রামু উপজেলা পরিষদ নির্বাচনের ৩য় ধাপে রামু উপজেলায় ৩ পদে মনোনয়ন দাখিলকৃত ১০ জনেরই মনোনয়ন বৈধতা ঘোষণা করা হয়েছে।

রোববার বেলা ১২টায় উপজেলা চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান (মহিলা) পদে মনোনয়ন জমাকৃত ফরম যাচাই বাছাই শেষে এ ঘোষণা করা হয়।

এতে উপজেলার ১০ জন প্রতিদ্বন্দ্বি প্রার্থী চুড়ান্তভাবে নির্বাচনে অংশ নিতে বৈধতা পেল।

সূত্রে জানা গেছে, সর্বশেষ ২ মে বৃহস্পতিবার উপজেলা চেয়ারম্যান পদে ৩ জন, ভাইস চেয়ারম্যান পদে ৫ জন, মহিলা ভাইস চেয়ারম্যান পদে ২ জন প্রার্থী মনোনয়ন জমা করেন। রোববার মনোনয়ন যাচাই বাছাইয়ে বৈধতা পান তারা।

উপজেলা চেয়ারম্যান পদে সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান বর্তমান রামু উপজেলা আওয়ামী লীগের সভাপতি সোহেল সরওয়ার কাজল, ফতেখাঁরকুল ইউনিয়ন পরিষদের সদ্য চেয়ারম্যান পদ থেকে পদত্যাগকৃত চেয়ারম্যান সিরাজুল ইসলাম ভূট্টো এবং চেয়ারম্যান ভুট্টোর আপন ছোট ভাই আইনজীবী মো. ইউছুফ।

ভাইস চেয়ারম্যান পদে মনোনয়ন বৈধতা পেয়েছেন বর্তমান উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো. সালাহ উদ্দিন, চাকমারকুল ইউনিয়ন পরিষদের সাবেক ইউপি সদস্য মোস্তাক আহমদ, গর্জনিয়ার সাংবাদিক নেজাম উদ্দিন, মো. আবদুল্লাহ সিকদার ও অ্যাডভোকেট কায়সার কামাল চৌধুরী শিমুল।

মহিলা ভাইস চেয়ারম্যান পদে মনোনয়ন যাচাই বাছাইয়ে বৈধতা পেয়েছেন বর্তমান উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আফসানা জেসমিন পপি এবং সাবেক উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মুসরাত জাহান মুন্নী।

এদিকে রামু উপজেলা নির্বাচন অফিসার এসএম মুহী উদ্দিন জানান, সকাল ১১টায় রামু উপজেলা পরিষদ নির্বাচন ২০২৪ এ মনোনয়ন দাখিলকৃতদের ফরম যাচাই বাছাই শুরু হয়। যাচাই-বাছাইয়ে ৩ জন চেয়ারম্যান প্রার্থী ও ২জন মহিলা ভাইস চেয়ারম্যান চূড়ান্ত বৈধতা দেয়া হয়।

ইএইচ

Link copied!