সিঙ্গাইর (মানিকগঞ্জ) প্রতিনিধি
মে ৬, ২০২৪, ১০:৩৮ এএম
সিঙ্গাইর (মানিকগঞ্জ) প্রতিনিধি
মে ৬, ২০২৪, ১০:৩৮ এএম
মানিকগঞ্জের সিঙ্গাইরে অগ্নিকাণ্ডে ৫টি দোকান ঘর পুড়ে ছাই হয়ে গেছে। সিঙ্গাইর পৌর এলাকার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতাল (ঘোনাপাড়া) রোডের ৬নং ওয়ার্ডের ব্যাপারী পাড়া মোড়ে এ ঘটনা ঘটে।
জানা যায়, আলিনুরের অটোরিকশা চার্জের শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত ঘটে। পরে একে একে আব্দুলের গ্যাস সিলিন্ডার, দিপকের মুদি দোকান, কহিনুরের ভাঙারির দোকান ও মুসকান ট্রাভেলস্ এবং আল-আমিনের পেট্রোল ও অকটেন তেলের দোকানও আংশিক পুড়ে আনুমানিক ২৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
আগুনের খবর পেয়ে সিঙ্গাইর ফায়ার সার্ভিসের ইউনিট দ্রুতই ঘটনাস্থলে আসেন। গাড়িতে পানি না থাকার কারণে আগুন নেভাতে প্রায় ২ ঘণ্টারও বেশি সময় অতিবাহিত হয়েছে। পরে সিঙ্গাইর ফায়ার সার্ভিসের ইউনিট আগুন নেভাতে না পারায় মানিকগঞ্জ ফায়ার সার্ভিসের ইউনিট এসে আগুন নিয়ন্ত্রণে আনেন।
এ বিষয়ে সিঙ্গাইর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার ইশতিয়াক আহমেদ বলেন, প্রাথমিকভাবে মনে হয়েছে অটো ব্যাটারি চার্জার থেকে বৈদ্যুতিক শর্টসার্কিটে আগুনে সূত্রপাত হয়েছে। খবর পেয়ে আমরা ঘটনাস্থলে গিয়ে দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করি।
ইএইচ