Amar Sangbad
ঢাকা রবিবার, ১৯ জানুয়ারি, ২০২৫,

অভয়নগরে ভোক্তা অধিকারের অভিযানে ৪ প্রতিষ্ঠানকে জরিমানা

অভয়নগর (যশোর) প্রতিনিধি

অভয়নগর (যশোর) প্রতিনিধি

মে ৬, ২০২৪, ১১:২৫ এএম


অভয়নগরে ভোক্তা অধিকারের অভিযানে ৪ প্রতিষ্ঠানকে জরিমানা

যশোরের অভয়নগরে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর অভিযান চালিয়ে ৪টি ব্যবসা প্রতিষ্ঠানকে ৭০ হাজার টাকা জরিমানা করেছে।

রোববার দুপুরে উপজেলার নওয়াপাড়া বাজারে অভিযান চালিয়ে দুটি ফার্মেসি ও দুটি হোটেলকে জরিমানা করা হয়।

এ ব্যাপারে যশোর জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক সৈয়দা তামান্না তাসনীম বলেন, দুপুরে নওয়াপাড়া বাজারে অভিযান চালানো হয়। এ সময় মেয়াদোত্তীর্ণ ও ফিজিশিয়ান স্যাম্পল ওষুধ রাখার দায়ে সাহা ফার্মেসিকে ১০ হাজার ও মেডিসিন কর্নারকে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়।

এছাড়া অবৈধ প্রক্রিয়ায় খাদ্যপণ্য উৎপাদন ও প্রক্রিয়াকরণের দায়ে সাতক্ষীরা প্লাস হোটেলকে ২৫ হাজার ও প্যারাডাইস হোটেলকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।

তিনি আরও বলেন, চার ব্যবসা প্রতিষ্ঠান থেকে মোট ৭০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে। ভোক্তার অধিকার রক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

অভিযান চলাকালে উপস্থিত ছিলেন, কনজ্যুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) যশোর জেলা শাখার সহ-সভাপতি আব্দুর রকিব সর্দার, অভয়নগর উপজেলা কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস সমিতির সাধারণ সম্পাদক বিশ্বজিৎ কুমার, থানা পুলিশ ও স্থানীয় ব্যবসায়ীবৃন্দ।

ইএইচ

Link copied!