Amar Sangbad
ঢাকা বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫,

ফটিকছড়িতে উপজেলা চেয়ারম্যান প্রার্থীর গণসংযোগ

ফটিকছড়ি (চট্টগ্রাম) প্রতিনিধি

ফটিকছড়ি (চট্টগ্রাম) প্রতিনিধি

মে ৬, ২০২৪, ১১:৪০ এএম


ফটিকছড়িতে উপজেলা চেয়ারম্যান প্রার্থীর গণসংযোগ

আগামী ২১ মে অনুষ্ঠিতব্য ফটিকছড়ি উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদ প্রার্থী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুহাম্মদ নাজিম উদ্দীন মুহুরি মোটরসাইকেল মার্কার সমর্থনে ব্যাপক গণসংযোগ করেছেন।

রোববার উপজেলার আজাদী বাজার থেকে তার নির্বাচনি গণসংযোগ শুরু করে নানুপুর বাজার, নাজিরহাট, বিবিরহাট, বৃন্দাবনহাট, কাজিরহাট, মির্জারহাট, নারায়ণহাট, শান্তিরহাট, দাঁতমারা, হেঁয়াকো ও বাগানবাজার গিয়ে শেষ হয়।

এ সময় তিনি বাজারের ব্যবসায়ী, এলাকাবাসী, গাড়ি চালক ও পথচারীদের সাথে কুশল বিনিময় করে মোটরসাইকেল প্রতীকে ভোট প্রার্থনা করেন।

গণসংযোগকালে আওয়ামী লীগ নেতা আবু তালেব, মেয়র ইসমাইল হোসেন, তসলিম বিন জহুর, ইউপি চেয়ারম্যান হারুনুর রশিদ, কাজী মাহমুদুল হক, আওয়ামী লীগ নেতা সরোয়ার উদ্দিন, ইব্রাহিম সরোজ, আবু মুসা, হোসেন শহীদ জাফর আলম, হারেস মিয়াসহ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

ইএইচ

Link copied!