Amar Sangbad
ঢাকা শনিবার, ১৮ জানুয়ারি, ২০২৫,

কাপাসিয়ায় ঝড়ে ব্যাপক ক্ষতি

কাপাসিয়া (গাজীপুর) প্রতিনিধি

কাপাসিয়া (গাজীপুর) প্রতিনিধি

মে ৬, ২০২৪, ০২:২৬ পিএম


কাপাসিয়ায় ঝড়ে ব্যাপক ক্ষতি

গাজীপুরের কাপাসিয়া উপজেলা কালবৈশাখী ঝড়ে ব্যাপক ক্ষতি হয়েছে। রোববার রাতে বয়ে যাওয়া ঝড়ে উপজেলার কাপাসিয়া, তরগাও, আড়াল, কড়িহাতা, চাঁদপুর, দুগাপুর ইউনিয়নের আগাম লিচু, আম, কাঁঠাল, গাছ উপড়ে গেছে।

এছাড়াও ঝড়ে এলাকার মাটির ঘর, স্কুল, মাদরাসার চাল উড়ে গেছে, অনেক মসজিদ, বাড়িঘর ভেঙে পড়েছে। এতে কয়েকজন আহত হওয়ায় খবর পাওয়া গেছে। আহতদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

এদিকে কাপাসিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. লুৎফর রহমান বিভিন্ন এলাকায় ঝড়ে ক্ষতিগ্রস্ত গ্রাম পরিদর্শন করে ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ণয় করার জন্য উপজেলা প্রকল্প বাস্তববায়ন কমর্কতাকে নির্দেশ দিয়েছেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা জানান, ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ণয় করে জেলা প্রশাসককে জানানোর পর ক্ষতিগ্রস্তদের সরকারিভাবে সাহায্য করা হবে।

ইএইচ

Link copied!