Amar Sangbad
ঢাকা মঙ্গলবার, ২১ জানুয়ারি, ২০২৫,

বরগুনায় সাংবাদিকতা শীর্ষক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

বরগুনা প্রতিনিধি

বরগুনা প্রতিনিধি

মে ৬, ২০২৪, ০৩:০৫ পিএম


বরগুনায় সাংবাদিকতা শীর্ষক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

বরগুনা জেলার প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের অংশগ্রহণে বাংলাদেশ প্রেস কাউন্সিল আয়োজিত ‘গণমাধ্যমে হলুদ সাংবাদিকতা প্রতিরোধ ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতা’ শীর্ষক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার সকাল সাড়ে ৯টায় বরগুনা সার্কিট হাউজের কনফারেন্স রুমে জেলা প্রশাসনের সহযোগিতায় এ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিচারপতি ও বাংলাদেশ প্রেস কাউন্সিলের চেয়ারম্যান বিচারপতি মো. নিজামুল হক নাসিম।

সভাপতিত্ব করেন বরগুনার জেলা প্রশাসক মোহা. রফিকুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ প্রেস কাউন্সিলের সচিব শ্যামল চন্দ্র কর্মকার, বরগুনার পুলিশ সুপার মো. আবদুস সালাম, জেলা তথ্য অফিসার সেলিম মাহমুদ, প্রেসক্লাবের সভাপতি অ্যাডভোকেট গোলাম মস্তফা কাদের, সম্পাদক জাফর হোসেন হাওলাদার।

প্রশিক্ষণ কর্মশালা শেষে অশংগ্রহনকারীদের মাঝে সনদ প্রদান করেন অতিথিরা। এছাড়াও উপস্থিত ছিলেন বরগুনার প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার ৪০ জন সাংবাদিক।

ইএইচ

Link copied!