Amar Sangbad
ঢাকা সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪,

চরফ্যাসন কারামাতিয়া মাদ্রাসার কামিল পরীক্ষার্থীদের বিদায়ে দোয়া অনুষ্ঠিত

চরফ্যাসন (ভোলা) প্রতিনিধি

চরফ্যাসন (ভোলা) প্রতিনিধি

মে ৬, ২০২৪, ০৬:৫৩ পিএম


চরফ্যাসন কারামাতিয়া মাদ্রাসার কামিল পরীক্ষার্থীদের বিদায়ে দোয়া অনুষ্ঠিত

ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ চরফ্যাসন কারামাতিয়া কামিল (এমএ) মাদ্রাসার ২০২২ সালের কামিল (স্নাতকোত্তর) পরীক্ষার্থীদের বিদায়  উপলক্ষে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৪ মে) সকাল দশটায় মাদ্রাসার অনার্স ভবন মিলনায়তনে অনুষ্ঠিত দোয়া মাহফিলে  চরফ্যাসন কারামাতিয়া কামিল (এমএ) মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা নুরুল আমিন এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের সহকারী পরিচালক(দাখিল ও ইবতেদায়ী শাখা) নাদিয়া মাহমুদ। 

অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন পশ্চিম জিন্নাগড় নুরিয়া আলিম মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মো. শাজাহান, চরফ্যাসন কারামাতিয়া কামিল( এমএ) মাদ্রাসার সহকারী অধ্যাপক মাওলানা মো. আজিজুর রহমান, মুহাদ্দিস মাওলানা মো. নাসির উদ্দীন,  সহকারী অধ্যাপক মোস্তফা কামাল, আসলামপুর মোবারক আলী দাখিল মাদ্রাসার সুপার মাওলানা ফারুকুল ইসলাম,আয়শাবাগ ইসলামিয়া দাখিল মাদ্রাসার সুপার মাওলানা মো. কামাল উদ্দিন, উপজেলা আওয়ামী ওলামা লীগের সাংগঠনিক সম্পাদক হাফেজ আবদুল মান্নান প্রমুখ।

অনুষ্ঠান সঞ্চালনা করেন মাদ্রাসার সহকারী শিক্ষক মোসলেহ উদ্দিন সিরাজী। অনুষ্ঠান শেষে পরীক্ষার্থীদের সাফল্য কামনা করে দোয়া মোনাজাত করেন চরফ্যাসন কারামাতিয়া কামিল মাদ্রাসার মুহাদ্দিস ও চরফ্যাসন কেন্দ্রীয়  খাসমহল জামে মসজিদের খতিব মাওলানা মো.  রফিকুল ইসলাম।

আরএস

Link copied!