Amar Sangbad
ঢাকা সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪,

টঙ্গী থেকে নিখোঁজ তরুণ ১০ দিনেও বাসায় ফেরেনি

নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক

মে ৭, ২০২৪, ০৩:০৯ পিএম


টঙ্গী থেকে নিখোঁজ তরুণ ১০ দিনেও বাসায় ফেরেনি

গাজীপুর মহানগরীর টঙ্গীর আউচপাড়া কলেজগেট এলাকায় বাসা থেকে বের হয়ে এশার নামাজ পড়তে গিয়ে ১০ দিনেও বাসায় ফেরেননি মিহাজের রহমান খান ফাহিম (২২)। 

একটি বেসরকারি প্রতিষ্ঠানের চাকরিজীবী ফাহিম টঙ্গী কলেজ রোড এলাকায় ভাড়া বাসায় থাকতেন। তার গ্রামের বাড়ি ফেনী সদরের গোবিন্দপুর এলাকার ছিলোনিয়া পাঠানবাড়ি এলাকায়। এ ঘটনায় গত ২৯ এপ্রিল টঙ্গী পশ্চিম থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। 

নিখোঁজের বড় ভাই মিজানুর রহমান ফাহাদ জানান, গত ২৬ এপ্রিল রাতে টঙ্গী কলেজ রোড কাঁচাবাজার রাস্তার মোড় এলাকায় এশার নামাজ পড়ার জন্য বাসা থেকে বের হন ফাহিম। এরপর আর ফিরে আসেননি। তার পরনে ছিল কালো জিন্স প্যান্ট আর গায়ে নীল টি-শার্ট। তার উচ্চতা ৫ ফুট ৬ ইঞ্চি। গায়ের রঙ শ্যামলা। মাথার চুল ছোট। 

এ ব্যাপারে টঙ্গী পশ্চিম থানার ওসি সাখাওয়াৎ হোসেন বলেন, ফাহিমের নিখোঁজের ব্যাপারে পুলিশ গুরুত্ব সহকারে তদন্ত করে দেখছে।

আরএস

 

Link copied!