Amar Sangbad
ঢাকা বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫,

বাংলাদেশ সীমান্তে ভারতীয় নাগরিক আটক

লালমনিরহাট প্রতিনিধি

লালমনিরহাট প্রতিনিধি

মে ৭, ২০২৪, ০৭:৫৫ পিএম


বাংলাদেশ সীমান্তে ভারতীয় নাগরিক আটক

লালমনিরহাটের পাটগ্রাম সীমান্ত দিয়ে অবৈধভাবে  বাংলাদেশে অনুপ্রবেশের দায়ে ভারতীয় নাগরিক শফিউদ্দিনকে (৫০) আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি ।

মঙ্গলবার (৭ মে) দুপুরে পাটগ্রাম থানার সহকারি উপ-পরিদর্শক (এএসআই) শহিদুল ইসলাম নিশ্চিত করে বলেন, ‘বিজিবি কর্তৃক আটক ভারতীয় নাগরিককে আদালতে পাঠানো প্রক্রিয়াধীন।

এর আগে সোমবার রাতে সীমান্তের কালিরহাটের টেপুরগাড়ী ৮৭১ নম্বর মেইন পিলারের ৬ নম্বর সাব পিলারের কাছে ওই ভারতীয় নাগরিককে আটক করা হয়। আটক শফিউদ্দিন ভারতের কুচবিহার জেলার মেখলিগঞ্জ থানার ১৬৫ উশুল পুকুরী গ্রামের মৃত জহির উদ্দিন ওরোফ ডানটার ছেলে।

বিজিবি জানায়, পাটগ্রাম সীমান্তের কালিরহাটের টেপুরগাড়ী ৮৭১ নম্বর মেইন পিলারের ৬ নম্বর সাব পিলারের নিকট দিয়ে প্রায় ৫০ গজ অভ্যন্তরে উপজেলার পাটগ্রাম ইউনিয়নের কালিরহাটের টেপুরগাড়ী উত্তরপাড়া গ্রামে প্রবেশ করে ভারতয়ী নাগরিক শফিউদ্দিন। এ সময় ৬১ বিজিবি ব্যাটালিয়ন (তিস্তা-২) এর কালিরহাট ক্যাম্পের টহল দলের সদস্যরা তাঁকে আটক করে।

পাটগ্রাম থানার অফিসার ইনচার্জ, আবু সাঈদ চৌধুরী সত্যতা নিশ্চিত করে বলেন, বিজিবি ভারতীয় নাগরিক শফিউদ্দিনকে ১৯৫২ সনের প্রবেশ নিয়ন্ত্রণ আইনের ৪ ধারায় একটি মামলা দিয়ে পাটগ্রাম থানা পুলিশের নিকট হস্তান্তর করে।

আরএস
 

Link copied!