Amar Sangbad
ঢাকা মঙ্গলবার, ১৪ জানুয়ারি, ২০২৫,

শান্তিপূর্ণ ভোটগ্রহণ চলছে মধুপুর উপজেলা পরিষদ নির্বাচনে

মধুপুর (টাঙ্গাইল) প্রতিনিধি

মধুপুর (টাঙ্গাইল) প্রতিনিধি

মে ৮, ২০২৪, ১২:৪৭ পিএম


শান্তিপূর্ণ ভোটগ্রহণ চলছে মধুপুর উপজেলা পরিষদ নির্বাচনে

টাঙ্গাইলের মধুপুরে ৬ষ্ঠ উপজেলা পরিষদের নির্বাচনে ১ম ধাপের ভোটগ্রহণ অনুষ্ঠিত হচ্ছে।

ভোটারদেরকে সকাল থেকে লাইনে দাঁড়িয়ে ভোট দিতে দেখা যায়। এ পর্যন্ত কোন কেন্দ্রে কোনোরকম গোলযোগের সংবাদ পাওয়া যায়নি। 

সকালে টাঙ্গাইল জেলার পুলিশ সুপার সরকার মোহাম্মদ কায়ছার বিভিন্ন কেন্দ্র পরিদর্শন করেন।

মধুপুরে উপজেলায় মোট ভোটার সংখ্যা ২৫৫২১৮ জন। মোট ৯০টি ভোটকেন্দ্রে এই ভোট অনুষ্ঠিত হচ্ছে। 

এ উপজেলায় চেয়ারম্যান পদে ৩ জন প্রার্থী, ভাইস চেয়ারম্যান পদে ৬ জন প্রার্থী, মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৪ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।

ইএইচ

Link copied!