Amar Sangbad
ঢাকা বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫,

ভোট দিতে যাওয়া হলো না মাসুদের

মধুপুর (টাঙ্গাইল) প্রতিনিধি

মধুপুর (টাঙ্গাইল) প্রতিনিধি

মে ৮, ২০২৪, ০২:০৬ পিএম


ভোট দিতে যাওয়া হলো না মাসুদের

টাঙ্গাইলের মধুপুর উপজেলা পরিষদ নির্বাচনে ভোট দিতে যাওয়ার আগেই পৌরসভাধীন আকাশী গ্রামের মাসুদ (৫০) বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা গেছেন।

বুধবার সকাল ১০টার দিকে উপজেলার আকাশী  গ্রামে এ দুর্ঘটনা ঘটে। মৃত মাসুদ মিয়া পৌর এলাকার আকাশী গ্রামের ইন্তাজ আলীর ছেলে।

স্থানীয় বেলাল জানান, আমরা বাড়ির পাশে একটি চায়ের দোকানে বসে চা খাচ্ছিলাম। চা খাওয়া শেষ করে মাসুদ জানায় বাড়িতে গিয়ে গোসল করে ভোট কেন্দ্রে ভোট দিতে যাবে সে। এ বলে সে আমাদের কাছ থেকে বিদায় নেয়।

পারিবারিক ও স্থানীয় সূত্রে জানা যায়, মাসুদ গোসল করতে গেলে তার বাড়ির ট্যাংকিতে পানি উঠানোর পাম্প কাজ না করায় সে তা ঠিক করতে যায়। এ সময় অসাবধানতার কারণে বিদ্যুৎস্পৃষ্ট হন। স্থানীয়রা ঘটনাস্থল থেকে তাকে উদ্ধার করে মধুপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ নিয়ে এলাকায় শেকের ছায়া নেমে এসেছে।

ইএইচ

Link copied!